ইয়াছিন তন্ময় : “আমার হবিগঞ্জে” সংবাদ প্রকাশের পর মানবতার ডাকে সাড়া দিয়ে অসহায় টমটম চালক সুমনের চিকিৎসায় কাজে পাশে এসে দাড়ালেন শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার এএসআই শাহজালাল আহমেদ।
গত ৫,জুলাই “আমার হবিজগঞ্জে”র অনলাইনের মাধ্যমে সুমনের জন্য মানবিক সাহায্যের জন্য আবেদন করা হয় এতে লিখা হয় টমটম চালাতে গিয়ে, দুর্ঘটনার শিকার হয়, জগদীশপুরের বাসিন্দা সুমন চন্দ্রশুল্ক দাস বর্তমানে এক পা অচল হয়ে, সে কর্মহীন, পরিবার পরিজন নিয়ে খুব কষ্টে দিন কাটাচ্ছে, টাকার অভাবে সে তার পায়ের চিকিৎসা করাতে পারছেনা, আগামী দিন গুলো পরিবার পরিজন নিয়ে কিভাবে চলবে এই চিন্তায় অস্তির।
বিষয়টি শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানায় কর্মরত এএসআই শাহজালাল আহমেদ এর নজরে আসলে, তিনি, তার বেতনের টাকা থেকে সুমনের চিকিৎসার জন্য কিছু টাকা অনুদান পাঠালেন, এবং তার পাশে থাকার আশা দিয়েছে, এএসআই শাহজালাল এর অনুদানের বিষয় টি টমটম চালক সুমনের এলাকায় জানাজানি হলে সকলের প্রশংসায় ভাসছেন তিনি।