আমার হবিগঞ্জে সংবাদ প্রকাশের পর লাখাইয়ে ব্রিজের সংযোগ সড়ক মেরামত - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাWednesday , 26 June 2024
আজকের সর্বশেষ সবখবর

আমার হবিগঞ্জে সংবাদ প্রকাশের পর লাখাইয়ে ব্রিজের সংযোগ সড়ক মেরামত

এম এ ওয়াহেদ
June 26, 2024 12:55 pm
Link Copied!

আমার হবিগঞ্জ পত্রিকায় সংবাদ প্রকাশের পর লাখাইয়ে সিংহগ্রাম কারীমিয়া মাদ্রাসা সংলগ্ন ব্রিজ এর সংযোগ সড়ক মেরামত করেছে স্থানীয় সরকার অধিদপ্তর লাখাই। উল্লেখ্য যে, বিগত ১১ জুন দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকায় টানা ভারী বর্ষণে উপজেলা সিংহগ্রাম কারীমিয়া মাদ্রাসা সংলগ্ন ব্রিজের সংযোগ সড়কের দুই পাশের মাটি সরে গিয়ে যানচলাচল বিঘ্নিত হলে এই মর্মে সংবাদ প্রকাশ হয়।

পরে উপজেলা স্থানীয় সরকার অধিদপ্তরের প্রকৌশলী আবুল হোসাইন সরেজমিনে ঘটনাস্থলে পৌছে ব্রিজের সংযোগ সড়কের বেহাল অবস্থা দেখে তাৎক্ষণিক ব্রিজের সংযোগ সড়কের পূন মেরামত করে যানচলাচল ও জনসাধারণের চলাচলের উপযোগী করেছেন।

এ বিষয়ে উপজেলা প্রকৌশলী আবুল হোসেইন এর আলাপ কালে তিনি জানান পত্রিকা ও এলাকাবাসীর আবেদনের পরিপ্রেক্ষিতে করাব ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল কদ্দুছ এর মাধ্যমে ঔ ব্রিজের সংযোগ সড়কের পূন মেরামত করা হয়েছে।