বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মণি’র পুত্র ও যুবলীগের বর্তমান চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেছেন, জিয়া-এরশাদের ক্ষমতার উৎস ছিল ক্যান্টনমেন্ট। আর আমাদের ক্ষমতার উৎস হচ্ছে জনগণ। বিএনপি-জামায়াত মিলিটারী স্টাইলে পাকিন্তানী মডেলে এদেশের জনগনের উপর ডিকটেটরশীপ চালায়। তারা সংবাদপত্র এবং বিচার বিভাগের মুখ বন্ধ করেছিল।
অপরদিকে শেখ হাসিনা সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করেছেন। জঙ্গীবাদ নির্মুল করেছেন, যুদ্ধাপরাধীদের বিচার নিশ্চিত করেছেন এবং নারীর ক্ষমতায়ন নিশ্চিত করেছেন। বিএনপি জনগণের কাছে ভোট চাইতে ভয় পায়, তাই তারা বিদেশীদের কাছে ধর্ণা দেয়। বিএনপি আজ জনবিচ্ছিন্ন ও সন্ত্রাসী দলে পরিণত হয়েছে।
তাই তারা সহিংসতাকে বেছে নিয়েছে। বিএনপি বিগত ২০১৪ সালে দেশের জনগনকে আগুন দিয়ে পুড়িয়ে মেরেছিল। তারা পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যাবার স্বপ্নে বিভোর। শেখ ফজলে শামস পরশ আরও বলেন, বিএনপি যদি সহিংসতা করে তাহলে আমরাও শক্তি প্রয়োগ করতে বাধ্য হবো।
তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার কর্মের মাধ্যমে এবং ইনক্লোসিভ রাজনীতির মাধ্যমে দেশের সকল মানুষের ও সকল শ্রেণী পেশার মন জয় করে নিয়েছেন। যুবলীগ যদি শেখ হাসিনার কর্ম নিয়ে মানুষের কাছে যায় তাহলে বিএনপি-জামায়াতের আর ভাত থাকবে না।
পিতা-মাতাহীন শেখ হাসিনার কাছে বাংলাদেশ ও দেশের জনগণই হল একমাত্র আত্মার আত্মীয়। যুবলীগে গ্রুপিং ও বিভক্তির সুযোগ নেই। আমাদেরকে প্রকৃত শত্রুদেরকে মোকাবেলা করতে হবে। নিজেদের মধ্যে বিভেদ নয়। মনে রাখতে হবে আমাদের প্রকৃত শত্রু, গণতন্ত্রের শত্রু বিএনপি জামাত।
আগামী নির্বাচনে উন্নয়নের ধারা অব্যাহত রেখে আওয়ামী লীগের বিজয় নিশ্চিত করে মর্যাদাবান জাতি হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে হবে। আমরা চাই মেধা সম্পন্ন ও সুদৃঢ় নেতৃত্ব সৃষ্টি হউক।
তিনি মঙ্গলবার (১১অক্টোবর) বিকেলে হবিগঞ্জ জালাল স্টেডিয়ামে জেলা যুবলীগের ত্রি-বাষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সম্মেলনে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য ডা. মুশফিক হুসেন চৌধুরী, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির এমপি, সাধারণ সম্পাদক এডভোকেট আলমগীর চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলী এমপি, এডভোকেট আব্দুল মজিদ খান এমপি, গাজী মোঃ শাহনওয়াজ এমপি, সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলে ফাহিম,যুগ্ম-সাধারন সম্পাদক শেখ ফজলে নাঈম, রফিকুল আলম জোয়ার্দার সৈকত, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ড. রেজাউল কবির বক্তৃতা করেন।
জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিম এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক বোরহান চৌধুরীর সঞ্চালনায় সম্মেলনে কেন্দ্রীয়, জেলা ও বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ এতে বক্তৃতা করেন।