স্টাফ রিপোর্টার : দৈনিক আমার হবিগঞ্জের ১ম পাতায় হবিগঞ্জ বেসিক শিল্পনগরীতে ‘‘কারখানার বদলে কলাগাছ’’ নামক শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এরপরই বিষয়টি নিয়ে নড়েচড়ে বসে কর্তৃপক্ষ। এদিকে, ভ‚মি বরাদ্দপ্্রাপ্ত শিল্প মালিকদেরকে এক মাসের মধ্যে প্রতিষ্ঠান নির্মাণের কাজ শুরুর সময়সীমা বেঁধে দিয়েছে হবিগঞ্জ বিসিক শিল্প নগরীর ভ‚মি বরাদ্দ কমিটি। রবিবার জেলা প্রশাসকের সম্মেলনে কক্ষে অনুষ্ঠিত কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় সভাপতিত্ব করেন ভ‚মি বরাদ্দ কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান। এ সময় কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় শিল্প প্রতিষ্ঠার জন্য ভ‚মি বরাদ্দ পাওয়ার পর বছরের পর বছর ধরে শিল্প মালিকগণ জায়গা খালি করে রাখায় ক্ষোভ প্রকাশ করা হয়।
আলোচনায় সিদ্ধান্ত হয় যে, আগামী পহেলা মার্চের মধ্যে প্রতিষ্ঠান নির্মাণের কাজ শুরু করার জন্য শিল্প মালিকদের কাছে অনুরোধ জানিয়ে পত্র পাঠানোর সিদ্ধান্ত হয়। নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শুরু না করলে পরবর্তীতে সভায় ভূমি বরাদ্দ বাতিলের সিদ্ধান্ত নেয়া হবে বলে আলোচনা হয়।
এছাড়া যে সব শিল্প বন্ধ রয়েছে এগুলো অবিলম্বে চালু করার জন্য সংশ্লিষ্ট মালিকদের চিঠি দেয়ারও সিদ্ধান্ত হয় ওই সভায়। বছরে কমপক্ষে তিনবার ভূমি বরাদ্দ কমিটির সভা করার নির্দেশনা থাকলেও দুই বছর পর গত রবিবার ওই কমিটির সভা অনুষ্ঠিত হয়।
এর আগে ২০১৮ সালের ১৯ ডিসেম্বর কমিটির ৩৯তম সভা তৎকালীন জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। জানা যায়, ধুলিয়াখালে হবিগঞ্জ বিসিক শিল্প নগরীতে ভ‚মি বরাদ্দ পাওয়ার পর কোন কোন শিল্প মালিক ৮ থেকে ১৩ বছর ধরেও তাদের শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলেননি।
এ তালিকায় হবিগঞ্জ সদর আসনের এমপি মোঃ আবু জাহিরের পুত্র ইফাত জামিলসহ বেশ ক’জন শিল্প উদ্যোক্তা রয়েছেন। অনুসন্ধানে দেখা যায়, ‘হবিগঞ্জ টেক্সটাইল’ নামে একটি শিল্প প্রতিষ্ঠান গড়ার জন্য ২০১২ সালে ১৮ জুলাই হবিগঞ্জ বিসিকে শিক্ষার্থী ইফাত জামিলের নামে সাড়ে ১৩ হাজার বর্গফুট (প্রায় ৩১ শতক) জমি বরাদ্দ নেয়া হয়। ‘মুক্তি টেক্সটাইল’-এর নামে একই তারিখে একই পরিমাণ জমি বরাদ্দ পান যুবলীগের সৌদি আরবের জেদ্দা শাখার সাধারণ সম্পাদক জাকারিয়া চৌধুরী।
হবিগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি মোতাচ্ছিরুল ইসলামকে টেক্সটাইল মিলের জন্য ২০১৮ সালের ১ অক্টোবর সাড়ে ৪ হাজার বর্গফুট (৯ শতক) জমি বরাদ্দ দেয় বিসিক। এছাড়া হাজি শফিকুল ইসলাম নামে এক ব্যক্তি সিরামিক কারখানার জন্য ২০০৮ সালের ১৬ অক্টোবর ৯ হাজার বর্গফুট (সাড়ে ২০ শতক) এবং শাহ আলম বাবু ২০১৭ সালের ২২ মার্চ সাড়ে ১৩ হাজার বর্গফুট (৩১ শতক) জমি বরাদ্দ নেন। কিন্তু আজও এসব ‘শিল্প উদ্যোক্তারা’ তাদের জায়গায় কারখানা গড়ে তোলেননি। একই অবস্থা সান কেমিক্যাল কমপ্লেক্সেরও।
২০০৮ সালে গোলাম মর্তুজা চৌধুরী নামে এক ব্যক্তি প্রতিষ্ঠানটির নামে ৫ হাজার ২০০ বর্গফুট (প্রায় ১২ শতক) জায়গা বরাদ্দ পাওয়ার পরও এখনো কারখানা গড়ে তোলেননি। তাদের মধ্যে মোতাচ্ছিরুল ইসলাম কারখানার ভবন নির্মাণের কাজ শুরু করেছেন। বিসিক শিল্পনগরীর প্লট বরাদ্দের নীতিমালা অনুযায়ী, প্লটের দখল বুঝে নেয়ার ৬০ দিনের মধ্যে কারখানা ভবনের লে-আউট প্ল্যান শিল্পনগরীর সংশিষ্ট কর্মকর্তার কাছে দাখিল করতে হবে। লে-আউট প্ল্যান ১৫ দিনের মধ্যে অনুমোদনের পর নির্মাণ কাজ শেষ করতে হবে ১৮ মাসের মধ্যে।
এছাড়া তিন মাসের মধ্যে যন্ত্রপাতি স্থাপনের পর এক মাসের মধ্যে পরীক্ষামূলক উৎপাদন শুরু করতে হবে। পরীক্ষামূলক উৎপাদনের দুই মাসের মধ্যে শুরু করতে হবে বাণিজ্যিকভাবে উৎপাদন।
উল্লেখিত সময়সূচির কোনো ব্যত্যয় ঘটলে কোনো নোটিশ ছাড়াই প্লটের বরাদ্দ বাতিল বলে গণ্য হবে বলে উল্লেখ রয়েছে নীতিমালায়। যদিও শিল্প মালিকরা সুনির্দিষ্ট শিল্পকারখানা করার প্রকল্প প্রস্তাবের ভিত্তিতেই প্লট বরাদ্দ নিয়েছিলেন তারা। শুধু তাই নয়, বিসিকের জমির কিস্তি মূল্য, সার্ভিস চার্জ ও খাজনা বাবদ মোটা অঙ্কের টাকাও বকেয়া পড়ে আছে অনেকের শিল্প মালিকদের কাছে।