আবু জাহির এমপি'র ব্যক্তিগত সহকারী সুদীপ দাসের বিরুদ্ধে দুদকে অভিযোগ; তদন্ত শুরু - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSaturday , 18 July 2020
আজকের সর্বশেষ সবখবর

আবু জাহির এমপি’র ব্যক্তিগত সহকারী সুদীপ দাসের বিরুদ্ধে দুদকে অভিযোগ; তদন্ত শুরু

Link Copied!

 

তারেক হাবিব ।। অনিয়ম, বদলী, নিয়োগ বাণিজ্য, টেন্ডারবাজী, হাট-বাজারের ইজারা, জলমহাল লীজ, থানার তদবিরসহ নানান দুর্নীতিতে জড়িয়ে একের পর এক সমালোচনায় আসছেন হবিগঞ্জের এমপি’র ব্যক্তিগত সহকারী সুদীপ দাস (৪০)।

তিনি বানিয়াচং উপজেলার ভবানীপুর গ্রামের সুশীল দাসের পুত্র। কর্ম জীবনের প্রথমে বীমা কোম্পানিতে চাকরি করতেন।

পরবর্তীতে এডভোকেট মো: আবু জাহির এমপি’র সু-দৃষ্টিতে এসে নিয়োগ পান ব্যক্তিগত সহকারী হিসেবে কাজ করার। ‘‘যেই নিয়োগ, সেই আঙ্গুল ফুলে কলাগাছ’’ আলাদীনের আশ্চর্য চেরাগ পেয়ে নামে-বেনামে কিনেছেন অনেক জায়গা-জমি। গড়ে তুলেছেন সম্পদের পাহাড়। এমপি’র নাম ব্যবহার করে সরকারী-বেসরকারি দপ্তর দাপিয়ে হাতিয়ে নিচ্ছেন কোটি-কোটি টাকা। “দৈনিক আমার হবিগঞ্জে”র অনুসন্ধানে বেরিয়ে এসেছে এমনই অনেক অজানা অনেক তথ্য। ক্রমান্বয়ে সচিত্র প্রতিবেদন প্রকাশ হওয়াতে অনেকেই স্ব-প্রণোদিত হয়ে তার বিরুদ্ধে বাংলাদেশ দুর্নীতি দমন কমিশনে অভিযোগ দায়ের করেছেন।

গত ১০ জুলাই উজ্জ্বল দাস নামে এক সচেতন নাগরিক বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেন। ইতিমধ্যে জমা হওয়া একাধিক অভিযোগের তদন্তে নেমেছে দুদক।

 

 

জানা যায়, সুদীপ দাস দীর্ঘ দিন ধরে হবিগঞ্জের এমপির ব্যক্তিগত সহকারী হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। ওই এমপির ব্যক্তিগত সহকারী হিসেবে নিয়োগ পাওয়ার পর জেলার বিভিন্ন স্থানে গড়ে তোলেন অপরাধের নেটওয়ার্ক। সুষ্ঠুভাবে কার্যক্রম চালিয়ে যেতে রয়েছে তার এক ঝাঁক দালাল বাহিনী। দালালদের যোগান দেয়া তথ্যে কাজ করে থাকেন সুদীপ। বিনিময়ে কম-বেশী করে কমিশন ভাগ করে নেন উভয়ে। কাজ করতে গিয়ে কখনও আটকে গেলে ব্যবহার করেন এমপির নাম। অভিযোগ আছে, হবিগঞ্জ মৎস্য অফিসে বদলী বাণিজ্য ও হবিগঞ্জ শেখ হাসিনা মেডিকেল কলেজে নির্মাণাধীন চুরির দায়ে সাসপেন্ড হওয়া পাহারাদারকে বহাল তবিয়তে রাখতে দায়িত্বপ্রাপ্ত উচ্চমান সহকারীকে মারপিট করার হুমকি দেন।

এদিকে, দুর্নীতি ও অশালীন আচরণের দায়ে দোষী সাব্যস্ত হয়ে বদলী হওয়া হবিগঞ্জ মৎস্য অফিসের কর্মচারী নারায়ণ দাসকে স্ব-পদে রাখতে জোর তদবিরও করেন। কিন্তু কর্তৃপক্ষ তাকে হবিগঞ্জ সদরে রাখতে নারাজ হলে এক পর্যায়ে বারবার ওই এমপির সুপারিশ আছে বলেও উল্লেখ করেন সুদীপ। প্রাইমারী স্কুলে শিক্ষক-শিক্ষিকা বদলীর সুপারিশেও নাম তার। মোটা অঙ্কের উৎকোচ নিয়ে এ কাজ করে থাকেন তিনি। উৎকোচের পরিমাণ কম বেশী হলে জামানত ফিরে পান না ভুক্তভোগীরা। জামানত ফেরত না পেয়ে কোন প্রতিবাদ করতে চাইলে পরতে হয় আবার মামলা-হামলায়।

দুর্নীতি দমন কমিশনে দায়ের করা অভিযোগে সুদীপ দাস এর বিরুদ্ধে কি ব্যবস্থা নেয়া হবে জানতে চাইলে, উপ-পরিচালক মোহাম্মদ এরশাদ আলম জানান, নিয়ম অনুযায়ী তদন্ত কার্যক্রম চলছে, তদন্তে অভিযোগ সত্য প্রমাণিত হলে মামলা দায়ের করা হবে। সে মামলা আবার পুনরায় তদন্ত হয়ে আদালতে পাঠানো হবে। আদালত’ই তার যথাযথ ব্যবস্থা নিবেন।

দুদকে দায়ের করা অভিযোগকারী উজ্জ্বল দাস জানান, এমপির পিএ সুদীপ দাস দুর্নীতিগ্রস্ত হয়ে সাধারণ মানুষকে হয়রানি করে আসছেন। ইতিমধ্যে বিভিন্ন স্থানে বাণিজ্য করতে গিয়ে অনেক ঝামেলাও করেছেন যার তথ্য প্রমাণও আমাদের কাছে সংরক্ষিত আছে। আশা করছি তদন্তে সব বেরিয়ে আসবে। সত্যের জয় হবে।

অভিযুক্ত সুদীপ দাসের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, অভিযোগ যে কেউ দিতেই পারেন। তদন্তে সত্য-মিথ্যা প্রমাণিত হবে। তবে আমার জানা মতে আমি কোন দুর্নীতি করিনি।