সিরাজুল ইসলাম, শায়েস্তাগঞ্জ।। হবিগঞ্জ লাখাইয়ের সংসদ সদস্য এডভোকেট আবু জাহির ও জেলা আওয়ামীলীগ নেত্রীবৃন্দ সহ শায়েস্তাগঞ্জ উপজেলার চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল কে সাথে নিয়ে কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয় গতকাল বৃহস্পতিবার।
শায়েস্তাগঞ্জ ইসলামী একাডেমি এন্ড হাইস্কুলের মাঠে,দূরত্ব বজায় রেখে জমায়েত করা হয় উপজেলার সকল কৃষক কে,এসময় প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট আবু জাহির বলেন বাংলাদেশের এই সংকট কাটিয়ে উঠতে হলে কৃষকদের চাষাবাদের বিকল্প নেই।এসময় অনেকের মাঝে উপস্থিত ছিলেন, চুনারুঘাট উপজেলার কৃতি সন্তান ব্যারিস্টার সাইদুল হক সুমন।পরে তার বক্তৃতা শেষে বীজ বিতরণের কাজ সম্পূর্ণ করে মাননীয় এমপি মহোদয় চুনারুঘাট উপজেলার উদ্দেশ্য রওয়ানা দেন।