আবারো জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন এমরান হোসেন - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাWednesday , 6 October 2021
আজকের সর্বশেষ সবখবর

আবারো জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন এমরান হোসেন

Link Copied!

তানজিল হাসান সাগর :  আবারো ২য় বারের মতো হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন মোহাম্মদ এমরান হোসেন। সুত্র জানায়, গুরত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, পেশাদার অপরাধী ও সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার এবং আইন শৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান রাখায় ২য় বারের মতো পুরষ্কারের অভিন্ন মানদন্ডে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন তিনি।
বুধবার (৬অক্টোবর) জেলা পুলিশ হবিগঞ্জ কর্তৃক আয়োজিত মাসিক কল্যান সভায় জেলা পুলিশ সুপার এসএম মুরাদ আলি’র নিকট হতে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ এর সম্মাননা স্মারক গ্রহন করেন বানিয়াচং থানার ওসি মোহাম্মদ এমরান হোসেন।

ছবি : ২য় বারের মতো জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ায় জেলা পুলিশ সুপারের হাত থেকে সম্মাননা স্মারক গ্রহন করছেন এমরান হোসেন

এই সময় উক্ত অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) শৈলেন চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহফুজা আক্তার শিমুল, অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) পলাশ রঞ্জন দে, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মাহমুদুল হাসান, সিনিয়র সহকারি পুলিশ সুপার মহসিন আল মুরাদ (মাধবপুর সার্কেল)।
এছাড়া ও হবিগঞ্জ জেলার বিভিন্ন থানা থেকে আগত অফিসার ইনচার্জ, পুলিশ পরিদর্শক (তদন্ত) ও অন্যান্য অফিসার ফোর্সসহবৃন্দ উপস্থিত ছিলেন।