মাধবপুর প্রতিনিধি : দ্বিতীয় বারের মত আইজিপি পুরুষ্কার পাচ্ছেন হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এসএম রাজু আহামেদ। শুক্রবার (৩ জানুয়ারি) ঢাকা পুলিশ হেড কোয়াটার্স থেকে এক ফ্যাক্স বার্তায় এ তথ্য জানানো হয়।
জেলার গুরুত্বপূর্ন মামলার রহস্য উদঘাটন, ডাকাত গ্রেফতার, পুলিশের ভাবমূর্তি উন্নত করা , পেশাগত দায়িত্ব পালনে স্বচ্ছতার কারনে তিনি দ্বিতীয় বারের মত এই পুরুষ্কার পাচ্ছেন। আগামী রোববার (৫জানুয়ারি) রাজারবাগ পুলিশ লাইনে এই পুরস্কার প্রদান করা হবে বলে জানা গেছে।