এম.এ.রাজা : মাধবপুর উপজেলার ৫ নং আন্দিউড়া ইউনিয়নের বোয়ালিয়া খালের উপরে নির্মিত ব্রিজটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় হয়ে আছে। যেকোনো সময় ঘটে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা।
বোয়ালিয়া খালের উপর নির্মিত জরাজীর্ণ অবস্থায় থাকা ব্রিজটি দিয়ে নিয়মিত জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করেন হরি শ্যামা গ্রামের হাজার হাজার মানুষ। হরি শ্যামা গ্রামের ৫ ও ৭ নং ওয়ার্ডের বাসিন্দাদের একমাত্র যাতায়াতের রাস্তায় নির্মিত এই বোয়ালিয়া ব্রিজ। তাই বাধ্য হয়ে প্রতিদিন ওই গ্রামের হাজার হাজার সাধারণ মানুষ এবং স্কুল ও কলেজ গামী শিক্ষার্থীরা জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন।
এতে করে যেকোনো সময় ঘটে যেতে পারে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা। বোয়ালিয়া খালের উপর নির্মিত ব্রিজটির বর্তমান অবস্থা এমন যে পিলার গুলো ভেঙে টুকরো টুকরো হয়ে ভেঙ্গে পড়ছে। উপরের ঢালাইয়ের অনেক অংশই খসে পড়ছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ আন্দিউড়া ইউনিয়নে অন্য কোন এলাকা থেকে অতিথিরা আসলে এই ব্রিজের অবস্থা দেখে ভয়ে আতঙ্কিত হয়ে পড়েন। অথচ উর্দ্ধতন কর্তৃপক্ষ এবং জনপ্রতিনিধিরা এই ব্রিজের অবস্থা নিয়ে অনেকটাই উদাসীন বলে অভিযোগ করেন স্থানীয়রা।
এ বিষয়ে আমরা কথা বলেছি আন্দিউড়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মেম্বার মোঃ আবু হানিফের সাথে তিনি আমার হবিগঞ্জ প্রতিনিধিকে জানান, আমি নির্বাচিত হওয়ার পরে এই ব্রিজের ছবি তুলে বর্তমান চেয়ারম্যান সহ ইউএনও সাথে কথা বলেছি। লিখিত কোন অভিযোগ করেছেন কিনা বা কাজ হবে এমন কোনো আশ্বাস পেয়েছেন জানতে চাইলে, তিনি বললেন না আমরা এখনো কোনো লিখিত অভিযোগ করিনি বা কাজ হবে এমন আশ্বাস বা বাজেট পাইনি।
এ বিষয়ে আন্দিউড়া ৫নং ইউপি চেয়ারম্যান মোস্তাক আহম্মেদ হেলালের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করেও কথা বলা সম্ভব হয়নি, তিনি ফোন রিসিভ না করে বারবার লাইন কেটে দেন।
কথা হয় হবিগঞ্জ সিনিয়র সহকারী প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম এর সাথে তিনি ‘দৈনিক আমার হবিগঞ্জ’ প্রতিনিধি’কে জানিয়েছেন, এই ব্রিজটির বিষয়ে আমরা অবগত এবং এই ব্রিজ সংস্কার কাজের বরাদ্দের জন্য আবেদন করেছি। আশা করছি আগামী তিন থেকে চার মাসের মধ্যে আমরা বরাদ্দ পেয়ে যাব। তখন সংস্কার কাজে শুরু হবে।