মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে হবিগঞ্জ মুক্তিযুদ্ধ যাদুঘর ও কমাডেন্ট মানিক চৌধুরী পাঠাগারের পক্ষ থেকে শহীদ মিনারে ভাষা শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। বুধবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০টার সময় হবিগঞ্জ শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন কমাডেন্ট মানিক চৌধুরী পাঠাগারের সভাপতি সাবেক অধ্যক্ষ প্রফেসর ইকরামুল ওয়াদুদ ,সাধারণ সম্পাদক এডভোকেট দীপেশ চন্দ্র দাস ,সদস্য সাবেক উপাধ্যক্ষ আব্দুজ জাহের,লাইব্রেরী সহায়ক আতিক, হৃদয় খান প্রমুখ।