আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম হয়েছে হবিগঞ্জের হাফেজ বশীর - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাThursday , 22 February 2024
আজকের সর্বশেষ সবখবর

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম হয়েছে হবিগঞ্জের হাফেজ বশীর

Link Copied!

১৩ বছরের হাফেজ বশীর আহমাদ ইরানে বুধবার (২১ফেব্রুয়ারি ) অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার করে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে।

উল্লেখ্য, ২০২১ সালের পিএইচ পি কোরআনের আলোর দেশ সেরা ১৩ বছরের হাফেজ বশির আহমাদ গত ১৫ দিন আগে আলজেরিয়ার অনুষ্টিতব্য আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার করেছিল।

হাফেজ বশীর হবিগঞ্জের লাখাই উপজেলার বেগুনাই গ্রামের সহকারী অধ্যাপক মাওলানা মোঃ আব্দুর রশিদ ও বুশরা চৌধুরীর পুত্র।

হাফেজ বশিরের নানা হবিগঞ্জের উমেদনগর মাদ্রাসার মুহাদ্দিস মরহুম মাওলানা আশরাফ আলী বানিয়াচুঙ্গি, নানু নুরুন নাহার চৌধুরী ঝর্না, দাদা মরহুম মওলানা ডাঃ ইয়াইয়া।