হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার হরিধরপুর গ্রামের মনর মিয়ার (মইনুদ্দিন) ছেলে বিভিন্ন ডাকাতি মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামী মো: শিশু মিয়া (৩৭) কে গ্রেপ্তার করেছে নবীগঞ্জ থানা পুলিশ।
নবীগঞ্জ থানা প্রশাসন তথ্য সূত্রে জানা যায়, জেলার বিভিন্ন স্থানে একাধিক ডাকাতি মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি মোঃ শিশু মিয়া কে গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানার এসআই মোঃ নাঈম উদ্দিন এর নেতৃত্বে বানিয়াচং থানার পুলিশের সহায়তায় শিশু মিয়ার শ্বশুরবাড়ি বানিয়াচং থানার আদুগুরা গ্রাম থেকে সোমবার ২৬ ডিসেম্বর রাত ৭টা ৩০মিনিটি গ্রেপ্তার করা হয়।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) গোলাম মুর্শিদ সরকার গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেন।