প্রেস বিজ্ঞপ্তি : আন্তর্জাতিক আলোকচিত্র প্রতিযোগীতা আগোরা’র ২০২০ইং সালের কিস থিমের সেরা পুরস্কার জিতেছেন হবিগঞ্জের কৃতি সন্তান শাহেদ আহমদ।
স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠিত এক ঝমকালো অনুষ্ঠানে অনলাইনে অংশ গ্রহনকারীদের এ পুরস্কার প্রদান করা হয়।
আন্তর্জাতিক এ প্রতিযোগীতায় সারা বিশ্বের প্রতিযোগীরা মোবাইল অ্যাপের মাধ্যমে অংশ গ্রহন করে। এতে কয়েক হাজার ছবি জমা পড়ে। বিচারকদের বিবেচনায় সেখান থেকে সেরা ৫০টি ছবি অনলাইনে ভোটের জন্য ছেড়ে দেয়া হয়। সেখান থেকে ভোটার নির্বাচনে ৫টি মনোনিত করা হয়।
সেরা পুরস্কার বিজয়ী আলোক চিত্রীকে আগোরা ‘হিরো’ উপাধী দিয়ে থাকে। উল্লেখ্য, হবিগঞ্জের সাতছড়ি থেকে তোলা দুটি কাট শালিকের ছবিতেই এ পুরস্কার লাভ করেন শাহেদ।