দিপু আহমেদ, নবীগঞ্জ : নবীগঞ্জে আন্তঃজেলা ডাকাত সর্দার সহ বিভিন্ন ডাকাতি ও চুরির মামলার পলাতক ২ আসামিকে গ্রেফতার করেছে নবীগঞ্জ থানা পুলিশ।
মঙ্গলবার (১৪ জুলাই) রাত ১টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ডাকাতির প্রস্তুতিকালে নবীগঞ্জ থানার ওসি (অপারেশন) আমিনুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়।
পুলিশ সূত্রে জানাযায়, উপজেলার আউশকান্দি ইউনিয়নের দেওতৈল গ্রামের আব্দুল জলিল মিয়ার পুত্র আব্দুল হালিম (৩২) ও বাউশা ইউনিয়নের মৃত হবিব উল্লার পুত্র ফটিক মিয়া (৫০)। ডাকাত সর্দার ফটিক সিলেটে অবস্থান করে দেশে বিভিন্ন স্থানে চুরি ডাকাতির পরিচালনা করে আসছিল।
এদেরকে গ্রেফতারের খবরে এলাকার লোকজনের মধ্যে স্বস্তির নিঃশ্বাস ফিরে এসেছে। পুলিশ সূত্রে আরো জানাযায় বুধবার তাদেরকে হবিগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।