স্টাফ রিপোর্টার : হবিগঞ্জের সর্বাধিক প্রচারিত দৈনিক “আমার হবিগঞ্জ” পত্রিকার আইন উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করেছেন হবিগঞ্জ জেলা বারের সিনিয়ির সদস্য এ্যাডভোকেট ত্রিলোক কান্তি চৌধুরী বিজন। ৩০ মে শনিবার বিকেলে তার ব্যবহৃত ফেসবুক একাউন্ট থেকে তিনি এক স্ট্যাটাসের মাধ্যমে এ পদত্যাগের ঘোষণা দেন।
নিম্নে তার দেয়া স্ট্যাটাস হুবহু তুলে ধরা হল, ‘‘আমি যেহেতু আইন উপদেষ্টা দৈনিক আমার হবিগঞ্জ থাকাবস্থায় পত্রিকার স্বার্থ রক্ষায় কোন আইনগত সহায়তার সুযোগ পাই নাই অর্থাৎ সম্পাদক এর নিযুক্তিয় আইনজীবি ভিন্ন এবং পদক্ষেপ নিতে পারি নাই এবং যেহেতু সনাতন ধর্মাবলম্বী দের একান্ত কাছের মানুষ এড আবু জাহির এম পি এর বিরুদ্ধে অসত্য বক্তব্য সম্পর্কিত সভায় সনাতন ধর্মাবলম্বী দের সঙ্গে আমি একমত পোষন করেছি তাই নৈতিক ভাবে আমি পত্রিকার সঙ্গে থাকার কোন অধিকার রাখি না । আমি তাই এই পত্রিকার উপদেষ্টা এর পদ থেকে পদত্যাগ করলাম। আগামীকাল থেকে আমার নাম পেপার এ না ছাপানোর জন্য সংশ্লিষ্ট সকেলর প্রতি অনুরোধ রইল’’।
এ ব্যাপারে পত্রিকাটির বার্তা সম্পাদক রায়হান উদ্দিন সুমন জানান, ঘটনার দিন সকাল ৭ টার সময় আইনি সহায়তার জন্য বিশেষ প্রতিবেদক, প্রধান প্রতিবেদক তারেক হাবিবসহ প্রায় ৫জন সঙ্গীয়সহ আমরা আইন উপদেষ্ঠার বাসায় যাই। বহু চেষ্টার পর ৯ টার সময় আমরা তার সাক্ষাত পাই। প্রাথমিক ভাবে আমাদের কিছুটা আইনি নির্দেশনা দিলেও পরে তিনি আমাদের ইচ্ছাকৃত ভাবে এড়িয়ে যান। তখন তার মতিগতি দেখে মনে হয়েছিল আগে থেকেই তিনি সব জানতেন। পরে আবারও তার কাছে মামলার কাগজপত্র নিয়ে গেলে তিনি ভার্চুয়াল আদালতে জামিনের রেজিষ্ট্রেশন নেই বলে আমাদের ফিরিয়ে দেন। আমরা বাধ্য হয়েই অন্য কৌশলী নিয়োগ করি। শনিবার (৩০মে) জানতে পারলাম তিনি ফেইসবুক আইডি থেকে এক স্ট্যাটাসের মাধ্যমে দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকার আইন উপদেষ্টা থেকে অব্যাহতি নিচ্ছেন। তিনি থাকবেন না ভালো কথা । সবকিছুর ই তো একটা সিস্টেম আছে । উনি পত্রিকার বরাবরে একটি আবেদন করতে পারতেন! না করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখে পদত্যাগ করলেন, সেটা কিন্তু যুক্তিসঙ্গত হয়নি। তবে এ ব্যাপারে এখনও আমাদের কাছে কোন লিখিত পদত্যাগ পত্র পৌছায়নি। তারপর পত্রিকার সম্পাদক মহোদয় জেল হাজতে রয়েছেন । তার সাথে কোনো ধরনের কথা না বলে আমরা এই বিষয়ে কোন সিদ্ধান্তে উপনিত হতে পারছিনা । অতএব মামলা চলাকালিন আদালতের নির্দেশ পাওয়ার আগ পর্যন্ত এই বিষয়ে কোন সিদ্ধান্তে যেতে পারছেনা দৈনিক আমার হবিগঞ্জ।