আদৌ কি ঘুম ভাঙ্গবে আজমিরীগঞ্জ পৌর কর্তৃপক্ষের ? - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাWednesday , 25 March 2020
আজকের সর্বশেষ সবখবর

আদৌ কি ঘুম ভাঙ্গবে আজমিরীগঞ্জ পৌর কর্তৃপক্ষের ?

Link Copied!

আজমিরীগঞ্জ প্রতিনিধি :  পুরো বিশ্ব যখন করোনা আতঙ্কে আজমিরীগঞ্জ পৌরসভার প্রশাসকসহ কর্মকর্তারা রয়েছেন নীরব ভুমিকায় । আজমিরীগঞ্জ শুধু নামেই পৌরসভা কাজ নেই সিঁকি পরিমানও। আজমিরীগঞ্জের বাজারসহ নয়টি ওয়ার্ডের বিভিন্ন জায়গায় ময়লার স্তুপ সরানোর কোনো পরিকল্পনা নেই পৌর কর্তৃপক্ষের। জায়গায় জায়গায় ডাস্টবিন থাকলেও পরিষ্কার করার জন্য কোন পরিচ্ছন্ন কর্মী নেই।

আজমিরীগঞ্জ উপজেলা প্রশাসন, আজমিরিগঞ্জ থানা সবাই করোনা প্রতিরোধে বিভিন্ন ধরনের সচেতনতামূলক কাজ করলেও পৌরসভার কর্মকর্তারা এখনো গভীর ঘুমে আচ্ছন্ন রয়েছেন। তাদের আচার ব্যবহারে মনে হচ্ছে দেশে কোন কিছু হয় নাই। স্থানীয় জনগণ এ নিয়ে বিভিন্নভাবে  ক্ষোভ প্রকাশ করছেন। এখন পর্যন্ত পৌর কর্তৃপক্ষের পক্ষ থেকে কোন ধরনের সচেতনামূলক  কাজ করতে দেখা যায়নি।  তাদের সাথে কোনভাবে  যোগাযোগ করা যাচ্ছে না।

আজমিরীগঞ্জবাসীর প্রশ্ন এটা কি পৌরসভা নাকি জন্ম নিবন্ধন, ট্রেড লাইসেন্স সহ বিভিন্ন ধরনের ট্যাক্স নেওয়ার অফিস ? এসব ই বলছেন পৌরবাসীরা। তাদের প্রশ্ন আদৌ কি ঘুম ভাঙ্গবে আজমিরীগঞ্জ পৌর কর্তৃপক্ষের ? এ বিষয়ে আজমিরীগঞ্জ পৌর প্রশাসক গোলাম ফারুকের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার ব্যবহৃত মোবাইলটি বন্ধ পাওয়া যায়।