আদালতের আদেশ থাকলেও মামলা রুজু হয়নি চুনারুঘাট থানায় - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাTuesday , 11 August 2020
আজকের সর্বশেষ সবখবর

আদালতের আদেশ থাকলেও মামলা রুজু হয়নি চুনারুঘাট থানায়

অনলাইন এডিটর
August 11, 2020 1:13 am
Link Copied!

 

স্টাফ রিপোর্টার : চুনারুঘাট উপজলোয় গাজীপুর ইউনয়িনরে আলীনগর গ্রামে ৬ষ্ট শ্রেণী পড়–য়া নাবালিকা কিশোরী শিমু আক্তার (১২) কে পালিয়েছে তারই দুলাভাই আপন বড় বোনের স্বামী ইয়াকুত মিয়া (৫২)। ইয়াকুত মিয়া উপজেলার আলীনগর গ্রামের মৃত চাঁন মিয়ার পুত্র।

জানা যায়, গত ১০ জুলাই শুক্রবার সকালে কিশোরী শিমু আক্তার বাড়ি থেকে স্কুলে যাবার সময় রাস্তা থেকে ফুসলিয়ে নিয়ে পালিয়ে দুলাভাই ইয়াকুত মিয়া। জানা যায়, ইয়াকুত মিয়া ওই কিশোরীর বড় বোন প্রবাসী লুৎফুন্নেছার স্বামী ও ৪ সন্তানের জনক।

এদিকে, কিশোরী শিমু আক্তার স্কুল থেকে বাড়ি না ফেরার দিক-বেদিক খোঁজা-খুজি করে জানতে পারেন দুলাভাই ইয়াকুত মিয়া তাকে নিয়ে পালিয়েছে। পরে কোন উপায়ন্তর না পেয়ে গত ১৫ ই জুলাই স্কুল ছাত্রী শিমু আক্তারের পিতা কদর আলী বাদী হয়ে হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করলে বিচারক জিয়া উদ্দিন মাহমুদ মামলাটি আমলে নিয়ে এফআইআর মুলে ঋজু করে ৭ কর্ম দিবসের মধ্যে অধহৃতাকে উদ্ধার করতে চুনারুঘাট থানাকে নির্দেশ প্রদান করেন।

কিন্তু ঘটনার ১ মাস পার হবার পরও আদালতের আদেশ থাকার সত্তে¡ও অপহৃতাকে উদ্ধার করেনি চুনারুঘাট থানা পুলিশ। এ ব্যাপারে অপহৃতা শিমু আক্তারের পিতা কদর আলী ‘‘দৈনিক আমার হবিগঞ্জ’’কে দেয়া এক ভিডিও বক্তব্যে বলেন, ‘‘আমি প্রতিদিনই চুনারুঘাট থানায় যাই, কিন্তু পুলিশ আমার কথার কোন গুরুত্ব দেয় না। আমি আমার নাবালিকা মেয়েকে ফেরত চাই’’।

মামলা বাদী পক্ষের আইনজীবি সাবেক পিপি এডভোকেট আকবর হোসেন জিতু জানান, বাদী পক্ষ খুবই গরীব হয়ায় মামলাটি বিনা খরচে করা হয়েছে। তবে এ নিয়ে চুনারুঘাট থানা পুলিশের ভুমিকা খুবই অসন্তোষজনক। বিষয়টি আগামী তারিখে আদালতকে জানানো হবে।

চুনারুঘাট-মাধবপুর সার্কেল এএসপি জানান, এসআই আজহারকে দায়িত্ব দেয়া হয়েছে। আশা করা যাচ্ছে খুব দ্রুতই উদ্ধার করা সম্ভব হবে। পুলিশ তৎপর রয়েছে, কার্যক্রম চলছে।