আদালতকে ইটভাটার তথ্য জানাতে ৩ মাস সময় চায় পরিবেশ অধিদপ্তর - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাFriday , 3 December 2021

আদালতকে ইটভাটার তথ্য জানাতে ৩ মাস সময় চায় পরিবেশ অধিদপ্তর

Link Copied!

মুহিন শিপনঃ  হবিগঞ্জ জেলার বৈধ, অবৈধ ও নিয়মনীতি না মেনে পরিচালিত ইটভাটার তালিকা করে প্রতিবেদন জমা দিতে ৩ মাসের সময় চেয়েছে পরিবেশ অধিদপ্তর।

গত ৩০ নভেম্বর আদালতের কাছে সময় চেয়ে আবেদন করেন পরিবেশ অধিদপ্তর হবিগঞ্জের উপপরিচালক মিজানুর রহমান।

আবেদনে তিনি উল্লেখ করেন, পরিবেশ অধিদপ্তর হবিগঞ্জ কার্যালয়ে অনুমোদিত জনবল ১৪ জন থাকার কথা থাকলেও বর্তমানে আছেন মাত্র ৩ জন। নেই কোন সরকারি গাড়ি। এছাড়াও কোভিড-১৯, জনবল সংকট এবং সরকারি গাড়ি না থাকায় উপজেলা ওয়ারী ইটভাটার তথ্য পরিবেশ অধিদপ্তর হবিগঞ্জ কার্যালয়ে সংরক্ষিত নেই।

নানা সীমাবদ্ধতার কারনে আদালতের বেধে দেওয়া সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করা সম্ভব নয়।

হবিগঞ্জ জেলার ৯ টি উপজেলায় সরেজমিনে পরিদর্শনকরে তথ্য সংগ্রহ করে প্রতিবেদন দিতে ৩ মাস সময় প্রয়োজন।

উল্লেখ্য গত ১৭ নভেম্বর দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকায় ” হবিগঞ্জে পুড়ছে কাঠ, ফসলি জমির মাটি; হুমকিতে পরিবেশ” শিরোনামের সংবাদ টি আদালতের নজরে আসলে ২১ নভেম্বর হবিগঞ্জ পরিবেশ আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম পবন চন্দ্র বর্মণ স্বপ্রনোদিত হয়ে বাংলাদেশ পরিবেশ অধিদপ্তর হবিগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালককে সরেজমিনে তদন্ত করে ২ ডিসেম্বরের মধ্যে আদালতে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেন।

ওই আদেশে জেলায় চলমান ইটভাটার পরিসংখ্যান, পরিবেশগত ছাড়পত্র ও অনুমোদন আছে—এমন ইটভাটার সংখ্যা, অনুমোদনহীন ইটভাটার সংখ্যা, অনুমোদহীন ভাটাগুলোর বিষয়ে পরিবেশ অধিদপ্তর থেকে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, মামলার সংখ্যা, ইটভাটাগুলোতে ১২০ ফুট উচ্চতার চিমনি আছে কি না—এসব বিষয় উল্লেখ করতে বলা হয়েছে।

এ বিষয়ে বাংলাদেশ পরিবেশ অধিদপ্তর হবিগঞ্জ কার্যালয়ের উপ-পরিচালক মিজানুর রহমান জানান, গাড়ি ও জনবল সংকটের কারনে তদন্ত কার্যক্রমে গতি ব্যহত হচ্ছে।

এছাড়াও আমাদেরকে নিয়মিত কাজ গুলাও করতে হয়। ইতিমধ্যে পরিদর্শক মুমিনুল ইসলামকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে

শায়েস্তাগঞ্জ সর্বশেষ
এই সপ্তাহের পাঠকপ্রিয়