আদাঐর ইউনিয়নে ৩য় ধাপে হত দরিদ্র পরিবারের মাঝে ভিজিএফ'র চাল বিতরণ - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSunday , 26 July 2020
আজকের সর্বশেষ সবখবর

আদাঐর ইউনিয়নে ৩য় ধাপে হত দরিদ্র পরিবারের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ

Link Copied!

রুয়েল আহাম্মেদ রুবেল, মাধবপুর : মাধবপুর উপজেলার ৪ নং আদাঐর ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে।

রবিবার (২৬ জুলাই) সকালে ইউনিয়ন পরিষদে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ৩য় বারের মত উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনূভা নাশতারান ও ইউপি চেয়ারম্যান ফারুক পাঠান ১৫০০ পরিবারের মধ্য ৪৯৫’টি পরিবারকে ১০ কেজি করে ভিজিএফ’র এ চাল বিতরণ করেন।

 

ছবি: চাল বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনূভা নাশতারান ও ইউপি চেয়ারম্যান ফারুক

 

উক্ত ভিজিএফ চাল বিতরণকালে উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্যরা।