তারেক হাবিব, প্রধান প্রতিবেদক।। করোনা ভাইরাস প্রতিরোধে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি হবিগঞ্জ জেলা ইউনিটের সভাপতি আতাউর রহমান সেলিমের উদ্যোগে হাসপাতাল,মসজিদসহ সকল ধর্মীয় উপাসনালয়,আবাসিক এলাকাগুলোতে জীবানুমুক্তকরন কার্যক্রম পরিচালনা করেছে হবিগঞ্জ যুব রেড ক্রিসেন্ট।

ছবিঃ হবিগঞ্জ জেলা রেড ক্রিসেন্ট এর ত্রাণ বিতরণের বিভিন্ন মুহূর্ত।
”আতংকিত না হয়ে সচেতন হোন” এই স্লোগানকে সামনে রেখে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে হবিগঞ্জের সাধারন মানুষের মাঝে সাবান,স্যানিটাইজার ও মাস্ক বিতরন করা হয়।
হবিগঞ্জ জেলা যুবলীগ সভাপতি ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি হবিগঞ্জ জেলা ইউনিটের সভাপতি আতাউর রহমান সেলিম জানান, ‘করোনা ভাইরাস প্রতিরোধে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি হবিগঞ্জ জেলা ইউনিটের কার্যক্রম চলমান থাকবে।’