স্টাফ রিপোর্টার : বানিয়াচংয়ে ইয়াবাও ছুরাসহ গোয়েন্দা পুলিশের হাতে আটক বানিয়াচং উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহমুদ হোসেন খান মামুনকে বাংলাদেশ ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়েছে। বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরী সিদ্ধান্ত মোতাবেক রবিবার (১৩ সেপ্টেম্বর ) বাংলাদেশ ছাত্রলীগে সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্রাচার্য্যরে স্বাক্ষরিত ছাত্রলীগের দলীয় প্যাডে তাকে বহিষ্কারের নির্দেশনা দেন।

ছবি : বহিষ্কৃত ছাত্রলীগ সভাপতি মাহমুদ হোসেন খান মামুনের ফাইল ছবি
সংগঠনের নীতি আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অপরাধে বানিয়াচং উপজেলা ছাত্রলীগে সভাপতি মাহমুদ হোসেন খান মামুনকে বহিষ্কার করা হয়েছে বলে প্যাডে উল্লেখ করা হয়।
প্রসঙ্গত,গত ২৪ আগস্ট গভীর রাতে বানিয়াচং বড়বাজারস্থ আনহার মিয়ার ফার্নিচারের দোকান থেকে ইয়াবাও ছুরাসহ বানিয়াচং উপজেলা ছাত্রলীগে সভাপতি মাহমুদ হোসেন খান মামুনকে আটক করে জেলা গোয়েন্দ পুলিশের একটি দল।

ছবি : বাংলাদেশ ছাত্রলীগ কর্তৃক বহিস্কারের কপি দলীয় প্যাডে
পরবর্তীতে তার বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে দুটি মামলা করা হয়। এই দুটি মামলা বর্তমানে জেল হাজতে রয়েছে মামুন। বহিষ্কৃত ছাত্রলীগ সভাপতি মাহমুদ হোসেন খান মামুন উপজেলা সদরের ১নং ইউনিয়নের অন্তর্গত পুরাণ তোপখানা মহল্লার আমজাদ হোসেন খান নানু মিয়ার পুত্র।