ঢাকাSunday , 19 November 2023
আজকের সর্বশেষ সবখবর

আজ বিশ্ব শৌচাগার দিবস : বানিয়াচঙ্গের বড়বাজারসহ বিভিন্ন স্থানে গণশৌচাগার না থাকায় ক্ষোভ

Link Copied!

আজ রবিবার( ১৯ নভেম্বর) বিশ্ব শৌচাগার দিবস। শতভাগ টয়লেট সুবিধা নিশ্চিতকরণের বিষয়টি মাথায় রেখে বিশ্বের বিভিন্ন দেশে “বিশ্ব শৌচাগার দিবস” পালন করা হয়। ২০০১ সালে বিশ্বে টয়লেট ব্যবহার ও স্যানিটাইজেশন সম্পর্কে ক্যাম্পেইন শুরু করে ওয়ার্ল্ড টয়লেট অর্গানাইজেশন। এরপর থেকে প্রতি বছর ১৯ নভেম্বর পালিত হয়ে আসছে দিবসটি।

বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আজ দিবসটি পালন করা হয়ে থাকে। কিন্তু স্বাস্থ্য সম্মত শৌচাগার ব্যবহার কতটুকু নিশ্চিত হয়েছে তা নিয়ে রয়েছে সংশয়। বাংলাদেশের আর্থ-সামাজিক নানা খাতে উন্নয়ন হলেও এখনো অনেক মানুষ শৌচাগার (টয়লেট) সুবিধা থেকে বঞ্চিত।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) করা জনশুমারি ও গৃহগণনা ২০২২-এর প্রাথমিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে দেশে ৫ লাখ ৫ হাজার পরিবার শৌচাগার সুবিধা বঞ্চিত। বিবিএস দেশের ৬৪ জেলার মোট চার কোটি ১০ লাখ ১০ হাজার ৫১টি পরিবারের ওপর জরিপ চালিয়ে এই হিসাব বের করে। অনেকের মতে শৌচাগার সুবিধা বঞ্চিত পরিবারের সংখ্যা আরও বেশি হবে।

দেশের বিভিন্ন জেলা, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও বাজারে সরকারি গণশৌচাগার স্থাপন করা হলেও হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার বড়বাজারসহ বিভিন্ন এলাকা গণশৌচাগার বিহীন।পনেরটি ইউনিয়ন নিয় গঠিত বানিয়াচং উপজেলা। পৃথিবীর বৃহত্তম গ্রাম বানিয়াচং সদর।

এখানে রয়েছে ঐতিহ্যবাহি কমলা রানীর দীঘি যা সাগরদিঘী হিসেবে পরিচিত। রয়েছে উপজেলার সব গুরুত্বপূর্ণ অফিস, হাসপাতাল, স্কুল, কলেজ, মাদ্রাসা। উপজেলা সদরের চারটি ইউনিয়নে প্রায় ২ লক্ষ লোকের বসবাস। এই গ্রামটির সাথে একই জেলার আজমিরীগঞ্জ উপজেলারসহ কিশোরগঞ্জ জেলার দু’টি উপজেলা ও সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলার কিছু মানুষের ঢাকা এবং সিলেট যাতাযত করতে বানিয়াচঙ্গের উপর দিয়ে যেতে হয়।

কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হলো এই গ্রামের উপর দিয়ে নিয়মিত এত লোকের যাতায়াত। এত লোকের বসবাস এই গ্রামে। অথচ নেই সরকারি পাবলিক টয়লেট বা গণশৌচাগার। এনিয়ে জনগণের ক্ষোভের শেষ নেই।

বানিয়াচং উপজেলা জাতীয় পার্টির সাবেক সাংগঠনিক সম্পাদক ও বড়বাজারের ব্যবসায়ী পিয়ানুর আহমেদ হাসান বলেন, আমাদের স্বাস্থ্য ভালো রাখতে শৌচাগারের ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ। খোলা জায়গায় প্রস্রাব-পায়খানা করলে রোগ ছড়াতে পারে। এছাড়াও সঠিক পদ্ধতি মেনে প্রস্রাব-পায়খানা না করলে নানারকম রোগ ছড়ায়। কিছু কিছু রোগে মৃত্যু পর্যন্ত হতে পারে।

আমাদের দেশে রাস্তাঘাটে পথচারীদের জন্য টয়লেটের ব্যবস্থা খুবই অপ্রতুল। শহরে কোন কোন জায়গায় টয়লেট থাকলেও বেশির ভাগ সময় সেগুলো একেবারেই ব্যবহারের অনুপযোগী। গ্রামে তো একেবারে নাই বললেই চলে। টয়লেটের এমন সমস্যা এড়িয়ে চলতে দীর্ঘক্ষণ প্রস্রাব বা পায়খানা আটকে রাখেন অনেকে। কিন্তু এতে নানা ধরনের শারীরিক সমস্যা হতে পারে বলে সতর্ক করেছেন বিশেজ্ঞরা।

বানিয়াচঙ্গে রাস্তার পাশে পথচারীদের মলমূত্রত্যাগ করতে দেখা যায় প্রতি মুহূর্তেই। এর অন্যতম কারণ পাবলিক টয়লেট না থাকা। বাংলাদেশ সরকার উন্মুক্ত স্থানে মলমূত্র ত্যাগ শূন্যের কোঠায় আনার ঘোষণা দিয়ে দেশের রাজধানীসহ অনেক এলাকায় নজর দিলেও এ পদক্ষেপ আমাদের এলাকায় নেই।

পাবলিক টয়লেট না থাকায় পথচারীসহ মানুষ বিভিন্ন উন্মুক্ত জায়গায় মলমূত্রত্যাগের মাধ্যমে প্রতিনিয়ত পরিবেশ দূষণ করছে। আমার মত অনেক কর্মজীবীদের দিনের বেশিরভাগ সময় বাইরে কাটে। এত বিশাল সংখ্যক মানুষের চলার পথে গণশৌচাগার নেই। এসব তিক্ত বাস্তবতায় অসংখ্য মানুষ যথাসময়ে টয়লেট ব্যবহার করতে পারেন না। ফলে লিভার ও কিডনি জটিলতাসহ নানাধরনের স্বাস্থ্যঝুঁকি দেখা দেয়।

বিশেষত নারীরাই এ ক্ষেত্রে প্রধান ভুক্তভোগী। এসব অব্যবস্থাপনা নারীদের মূত্রথলির সংক্রমণ, পানিশূন্যতা এবং কিডনি বিকলসহ নানাধরনের শারীরিক সমস্যার দিকে ঠেলে দিচ্ছে। যা পুরো দেহের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। প্রায় দুই লাখ মানুষের বসবাস এ গ্রামটিতে।

এসব মানুষের জন্য বাসযোগ্য ও স্বাস্থ্যকর গ্রাম হিসেবে নিশ্চিত করতে সর্বাগ্রে পর্যাপ্ত নিরাপদ গণশৌচাগার নির্মাণ করতে হবে। খোলা নোংরা জায়গায় মলমূত্র ত্যাগ আমাদের স্বাস্থ্য, পরিবেশ সবকিছুর জন্যই ক্ষতিকর। তাছাড়া এটি প্রাকৃতিক সৌন্দর্য ও পরিবেশ নষ্ট করছে।