আজ রবিবার ( ১৯ নভেম্বর) বানিয়াচঙ্গের কৃতিসন্তান প্রখ্যাত সঙ্গীত শিল্পী সুবীর নন্দীর জন্মদিন ও সঞ্জীব চৌধুরীর মৃত্যু দিবস। ১৯৫৩ সালের ১৯ নভেম্বর সুবীর নন্দী জন্মগ্রহণ করেন এবং ২০০৭ সালের ১৯ নভেম্বর সঞ্জীব চৌধুরী মৃত্যুবরণ করেন।
একুশে পদক প্রাপ্ত কণ্ঠশিল্পী সুবীর নন্দীর বাড়ী হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলা সদরের নন্দীপাড়া গ্রামে। তাঁর পিতা সুধাংশু নন্দী চিকিৎসা পেশার সুবাদে সস্ত্রীক হবিগঞ্জের ঐতিহাসিক তেলিয়াপাড়া চা বাগানে বসবাস করার সময় ১৯৫৩ সালের ১৯ নভেম্বর সেখানে সুবীর নন্দীর জন্ম হয়।
সুবীর নন্দীর মায়ের নাম পুতুল রাণী। মা-বাবা দু’জনেই ছিলেন সঙ্গীতশিল্পী। সুবীর নন্দীর নানার বাড়ী শ্রীমঙ্গল উপজেলার বাদেআলিশা গ্রামে। তার মা পুতুল রানী চমৎকার গান গাইতেন। কিন্তু রেডিও বা পেশাদারিত্বে আসেননি।
সুবীর নন্দী ছোটবেলা থেকেই ভাই-বোনদের সঙ্গে শাস্ত্রীয় সঙ্গীতে তালিম নিতে শুরু করেন ওস্তাদ বাবর আলী খানের কাছে। তবে সঙ্গীতে তার হাতেখড়ি মায়ের কাছেই। বাবার চাকরি সূত্রে তার শৈশবকাল চা বাগানেই কেটেছে। পাঁচ-ছয় বছর বয়স পর্যন্ত বাগানেই ছিলেন।
চা বাগানে খ্রিস্টান মিশনারিদের একটি স্কুল ছিল, সেখানেই পড়াশোনা করেন। তবে পড়াশোনার অধিকাংশ সময়ই তার কেটেছে হবিগঞ্জ শহরে। হবিগঞ্জ শহরে তাদের একটি বাড়ি ছিল, সেখানে ছিলেন। পড়েছেন হবিগঞ্জ গভঃ হাইস্কুলে। তারপর হবিগঞ্জ বৃন্দাবন কলেজে।
মুক্তিযুদ্ধের সময় সুবীর নন্দী সেকেন্ড ইয়ারে পড়তেন। ১৯৭১ সালে তাঁর নেতৃত্বেই প্রথম হবিগঞ্জে জাতীয় সঙ্গীত গাওয়া হয়। ১৯৬৩ সালে তৃতীয় শ্রেণী থেকেই তিনি গান করতেন। এরপর ১৯৬৭ সালে তিনি সিলেট বেতারে গান করেন। তার গানের ওস্তাদ ছিলেন গুরু বাবর আলী খান।
লোকগানে ছিলেন বিদিত লাল দাশ। সুবীর নন্দী মিডিয়ায় গানের জগতে আসেন ১৯৭০ সালে ঢাকা রেডিওতে প্রথম রেকর্ডিং-এর মধ্য দিয়ে। প্রথম গান ‘যদি কেউ ধূপ জ্বেলে দেয়’ -এর গীত রচনা করেন মোহাম্মদ মুজাক্কের এবং সুরারোপ করেন ওস্তাদ মীর কাসেম। ৪০ বছরের দীর্ঘ ক্যারিয়ারে গেয়েছেন আড়াই হাজারেরও বেশি গান।
বেতার থেকে টেলিভিশন, তারপর চলচ্চিত্রে গেয়েছেন অসংখ্য জনপ্রিয় গান। চলচ্চিত্রে প্রথম গান করেন ১৯৭৬ সালে আব্দুস সামাদ পরিচালিত সূর্যগ্রহণ চলচ্চিত্রে। ১৯৭৮ সালে আজিজুর রহমান পরিচালিত অশিক্ষিত চলচ্চিত্রে রাজ্জাকের ঠোঁটে তার গাওয়া ‘মাস্টার সাব আমি নাম দস্তখত শিখতে চাই’ গানটি জনপ্রিয়তা অর্জন করে।
১৯৮১ সালে তার একক অ্যালবাম সুবীর নন্দীর গান ডিসকো রেকর্ডিংয়ের ব্যানারে বাজারে আসে। তিনি গানের পাশাপাশি দীর্ঘদিন ব্যাংকে চাকরি করেছেন। এছাড়া তার প্রেম বলে কিছু নেই, ভালোবাসা কখনো মরে না, সুরের ভুবনে, গানের সুরে আমায় পাবে প্রকাশিত হয় এবং প্রণামাঞ্জলী নামে একটি ভক্তিমূলক গানের অ্যালবামও প্রকাশিত হয়।
২০১৯ সালের ৭ মে সিঙ্গাপুরের একটি হাসপাতালে জনপ্রিয় এই গুণী কণ্ঠশিল্পী চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি ঢাকাস্থ বানিয়াচং উপজেলা অ্যাসোসিয়েশনের উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে সম্পৃক্ত থেকে এলাকাবাসীর সাথে সুসম্পর্ক রেখেছেন।
তিনি বানিয়াচং এল.আর সরকারী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি অনুষ্ঠানেও এসেছিলেন। এককালে সুবীর নন্দীর বংশের নামেই বানিয়াচং সদরের নন্দীপাড়ার নামকরণ করা হয়। তাদের জায়গায় অনেক সরকারী স্থাপনা নির্মিত হয়। এছাড়া হাওরে তাদের অনেক জমি রয়েছে।
যেগুলো চাষাবাদ করে মানুষ জীবিকা নির্বাহ করে। সুবীর নন্দীর মৃত্যুর পর তৎকালীন জেলা প্রশাসক বানিয়াচংয়ের পৈত্রিক বাড়ীতে প্রয়াত এই শিল্পীর নামে একটি গণপাঠাগার করার ঘোষণা দেয়ার পর বানিয়াচং ও হবিগঞ্জের সংস্কৃতিকর্মীরা এর পাশাপাশি একটি সাংস্কৃতিক অডিটোরিয়াম এবং সাংস্কৃতিক চর্চাকেন্দ্র নির্মাণের দাবীও উত্থাপন করেছিলেন। এসব দাবী তখন মিডিয়ায় প্রচারিত হয়।
কিন্তু অদ্যাবধি এসব দাবী বাস্তবায়ন হয়নি! এলাকাবাসী দাবী বাস্তবায়নের আশায় এখনও বুক বেধে রয়েছেন। কণ্ঠশিল্পী সুবীর নন্দী মূলত চলচ্চিত্রের গানে কন্ঠ দিয়ে খ্যাতি অর্জন করেন। চলচ্চিত্রের সঙ্গীতে তার অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করেন।
তিনি মহানায়ক, শুভদা, শ্রাবণ মেঘের দিন, মেঘের পরে মেঘ ও মহুয়া সুন্দরী চলচ্চিত্রের গানে কন্ঠ দিয়ে পাঁচবার এই পুরস্কার লাভ করেন। সঙ্গীতে অসামান্য অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদকে ভূষিত করে।
চলচ্চিত্রে নন্দীর গাওয়া উল্লেখযোগ্য গান হল ‘দিন যায় কথা থাকে’, ‘আমার এ দুটি চোখ পাথর তো নয়’, ‘পৃথিবীতে প্রেম বলে কিছু নেই’, ‘আমি বৃষ্টির কাছ থেকে কাঁদতে শিখেছি’, ‘হাজার মনের কাছে প্রশ্ন রেখে’, ‘তুমি এমনই জাল পেতেছ’, ‘বন্ধু হতে চেয়ে তোমার’, ‘কতো যে তোমাকে বেসেছি ভালো’, ‘পাহাড়ের কান্না দেখে’, ‘কেন ভালোবাসা হারিয়ে যায়’, একটা ছিল সোনার কইন্যা’, ‘ও আমার উড়াল পঙ্খীরে’।
তার প্রকাশিত প্রথম গানের অ্যালবাম সুবীর নন্দীর গান। এছাড়া তার অন্যান্য অ্যালবামগুলো হল প্রেম বলে কিছু নেই, ভালোবাসা কখনো মরে না, সুরের ভুবনে, গানের সুরে আমায় পাবে এবং ভক্তিমূলক প্রণামাঞ্জলী।
প্রখ্যাত কন্ঠশিল্পী, সাংবাদিক, সুরকার, গীতিকার, নাট্যকার, গল্পকাট, বামপন্থী রাজনৈতিক নেতা, সাংস্কৃতিক সংগ্রামী, বাংলা ব্যান্ডদল ‘দলছুট’-এর প্রতিষ্ঠাতা সঞ্জীব চৌধুরী ১৯৬৪ সালের ২৫ ডিসেম্বর হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার মাকালকান্দি গ্রামে এক জমিদার পরিবারে জন্মগ্রহন করেন।
তাঁর পিতা ননী গোপাল চৌধুরী ওরফে ননী চৌধুরী এবং মাতা প্রভাষিনী চৌধুরী। নয় ভাই বোনের মধ্যে সঞ্জীব চৌধুরী ছিলেন সপ্তম। মেধাবী সঞ্জীব চৌধুরী ১৯৭৮ সালে ঢাকা নবকুমার ইন্সস্টিটিউট থেকে এসএসসি পরীক্ষায় ঢাকা শিক্ষা বোর্ডে মেধাতালিকায় ১২তম স্থান অধিকার করেন।
১৯৮০ সালে ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ঢাকা শিক্ষা বোর্ডে ১৬ তম স্থান অধিকার করেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গনযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে প্রথম শ্রেণিতে এম এ পাশ করেন। বাংলাদেশ ছাত্র ইউনিয়নের একজন তুখোড় নেতা ছিলেন।
ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ছিলেন। দৈনিক আজকের কাগজ, দৈনিক ভোরের কাগজ, দৈনিক যায়যায়দিন পত্রিকায় সাংবাদিকতা করেছেন। ১৯৯৬ সালে গঠন করেন জনপ্রিয় ব্যান্ড দল “দলছুট”।
২০০৭ সালের ১৯ নভেম্বর স্ট্রোক করে পৃথিবী থেকে বিদায় নেন জনপ্রিয় কন্ঠশিল্পী সঞ্জীব চৌধুরী। সঞ্জীব চৌধুরীর ইচ্ছা অনুযায়ী চিকিৎসা বিজ্ঞানের উন্নতির জন্য মৃত্যুর পর তাঁর মৃতদেহ ঢাকা মেডিকেল কলেজে দান করা হয়। বানিয়াচঙ্গের সাংস্কৃতিক কর্মীবৃন্দ, সাংবাদিক সমাজসহ সচেতন জনসাধারণ এলাকার যেকোনো একটি গুরুত্বপূর্ণ সড়ক অথবা সরকারি স্থাপনার নাম সঞ্জীব চৌধুরীর নামে নামকরণ করার দাবি জানিয়েছেন।
সারাদেশে সঞ্জীব চৌধুরীর অগণিত ভক্ত-অনুরাগী রয়েছেন। তারা প্রতিবছর সঞ্জীব চৌধুরীর জন্ম ও প্রয়াণ দিবসে পত্রপত্রিকায় ও সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখির মাধ্যমে সঞ্জীব চৌধুরীকে স্মরণ করেন। এছাড়া ছাত্র ইউনিয়নসহ বিভিন্ন সংগঠন আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে তাঁকে স্মরণ করে।
সঞ্জীব চৌধুরীকে মূল্যায়ন করতে গিয়ে সাংবাদিক ধ্রুব সাদিক লিখেন, সঞ্জীব চৌধুরী নামটি একটি কালের সাক্ষী হয়ে আছে। মহানগরী ঢাকার পথে পথে লেগে আছে তাঁর পদচ্ছাপ। রাতের আকাশ, দিনের সূর্য আর নগরের চলমান পথচারীরাও জ্ঞাত—অর্থ-বিত্ত, নাম-খ্যাতি কিছুরই তাঁকে টলানোর ক্ষমতা ছিল না।
পথে পথে তিনি গান করতেন মানুষের জন্য, মানুষের বিবেক জাগ্রত করার জন্য। একজীবনে কত মানুষের একটা গানও যেখানে শ্রোতাদের হৃদয়ভূমিকে নাড়া দেয় না, সেখানে সঞ্জীব চৌধুরী মাত্র ৪৩ বছরের জীবনে ‘আমি তোমাকেই বলে দেব’, ‘কিংবদন্তি’, ‘চল বুবাইজান’, ‘ইয়াসমিন’, ‘চাঁদের জন্য গান’, ‘কালা পাখি’, ‘সাদা ময়লা রঙিলা পালে’, ‘বাজি’, ‘নৌকাভ্রমণ’, ‘বায়োস্কোপ’, ‘সমুদ্রসন্তান’, ‘ভাঁজ খোলো’, ‘চোখ’, ‘কথা বলব না’, ‘বয়স হলো ২৭’, ‘অচিন বৃক্ষ’, ‘জোছনাবিহার’, ‘জোছনাদুয়ারি’, ‘কার ছবি নেই’, ‘সানগ্লাস’, ‘মনে পড়ে’, ‘আমার সন্তান’, ‘নষ্ট শহরে’, ‘হৃদয়ের দাবি রাখো’সহ কত গান শ্রোতাদের উদারা, মুদারা, তারার রহস্যময় সব পর্দা ভেদ করে যায়।
১৯৬৪ সাল, ডিসেম্বরের ২৫ তারিখ। হবিগঞ্জের মাকালকান্দির গোপাল চৌধুরী ও প্রভাষিনী চৌধুরী দম্পতির কোল আলোকিত করে পৃথিবীর আলো দেখেছিল এক মানবশিশু। আমাদের ঠিক ঠাহর হওয়ার কথা নয়, গোপাল চৌধুরী ও প্রভাষিনী চৌধুরী দম্পতি ভাবতে পেরেছিলেন কি না, তাঁদের সপ্তম সন্তানটি হবে ক্ষণজন্মা।
এ-ও আমাদের জানার কথা নয়, তাঁদের কল্পনায় খেলেছিল কি না, তাঁদের সন্তানটি মানুষের হৃদয়ের গভীর তলদেশ ঘুরে ঘুরে সন্ধান করে স্বপ্নের পাখিটিকে ধরার নিমিত্তে জন্মলাভ করবে।
ভাবতে কি পেরেছিলেন তাঁরা, তাঁদের সন্তানটি এক মানুষজীবন মানুষের মুক্তির সংগ্রামে নিজেকে লিপ্ত রেখে এমনকি মানুষের অনাবাদি, ঊষর-বন্ধ্যা হৃদয়জমিনেও সংবেদনশীলতা জাগিয়ে তোলার অধিকারী হবেন? গোপাল চৌধুরী ও প্রভাষিনী চৌধুরীর ভাবনা বহু দূরের কল্পনা হলেও বাংলা গানের অন্যতম মহাজন কমরেড সঞ্জীব চৌধুরীকে নিয়ে লেখা কথাগুলো যে কল্পনা নয়, সত্যি, সে ব্যাপারে তাঁর পাঠক-শ্রোতা এবং পরিচিতজন জ্ঞাত। কবি, গীতিকার, গায়ক, গল্পকার, সুরকার, নাট্যকার, রাজনৈতিক কর্মী, সাংস্কৃতিক সংগ্রামী।
১৯৭৮ সালে মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করে মেধাতালিকায় ১২তম স্থান অর্জন করার পাশাপাশি ১৯৮০ সালে উচ্চমাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করেও মেধাতালিকায় তিনি স্থান করে নিয়েছিলেন।
পড়ালেখায় নিজের মেধার স্বাক্ষর রাখার পাশাপাশি স্কুলজীবন থেকে তাঁর রাজনৈতিক বোধও ছিল শাণিত। স্কুলে পড়ার সময়ই যদিও ছাত্ররাজনীতির সঙ্গে যুক্ত হয়েছিলেন, মূলত ঢাকা কলেজে পড়াকালে ছাত্র ইউনিয়ন তথা সাম্যবাদী রাজনীতির সঙ্গে তাঁর ওতপ্রোতভাবে জড়িয়ে পড়া।
নির্বাচিত হয়েছিলেন ১৯৭৯-৮০ সালে ঢাকা কলেজের ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক। ছাত্ররাজনীতির নিবেদিতপ্রাণ, সঞ্জীব চৌধুরী দায়িত্ব পালন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সংস্কৃতি সম্পাদকেরও।