আজ একুশে পদকপ্রাপ্ত বাউল সম্রাট শাহ আবদুল করিমের মৃত্যুবার্ষিকী - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSaturday , 12 September 2020

আজ একুশে পদকপ্রাপ্ত বাউল সম্রাট শাহ আবদুল করিমের মৃত্যুবার্ষিকী

অনলাইন এডিটর
September 12, 2020 8:58 pm
Link Copied!

ছবি: মৃত; একুশে পদকপ্রাপ্ত বাউল সম্রাট শাহ আবদুল করিম।

 

রিপোর্টার – তাপস হোম :

একুশে পদকপ্রাপ্ত উপমহাদেশের কিংবদন্তি বাউল সম্রাট শাহ আব্দুল করিমের আজ শনিবার (১২ সেপ্টেম্বর) ১১ তম মৃত্যুবার্ষিকী।

১৫’ই ফেব্রুয়ারী ১৯১৬ ইং সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার উজানধল নামক গ্রামে এক দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন উপমহাদেশের কিংবদন্তি বাউল সম্রাট শাহ আব্দুল করিম।

অসংখ্য গনজাগরণ গানের প্রনেতা শাহ আব্দুল করিম প্রায় ১ শতাব্দী যাবত শত শত গান লিখে জয় করে নিয়েছেন বাংলাদেশ সহ সারা বিশ্বের কোটি কোটি বাঙালির হৃদয়। চরম দারিদ্র্যের কলঙ্কতিলক কপালে মেখে সীমাহীন লাঞ্চনা-গঞ্জনা সহ্য করেও তিনি দমে যাননি। মৃত্যু অবধি উজানধল গ্রামেই অবস্থান করেছেন, জন্মভূমির মায়া কাটাতে পারেননি বলে। ভুষিত হয়েছেন একুশে পদক সহ অসংখ্য পুরষ্কারে।

পরিশেষে ২০০৯ সালের ১২’ই সেপ্টেম্বর এই কিংবদন্তি গুনী শিল্পী সবাইকে শোকের সাগরে ভাসিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আজ ১২ সেপ্টেম্বর রোজ শনিবার বাউল সম্রাট শাহ আব্দুল করিমের ১১’তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নিজ গ্রাম উজানধল সহ সারাদেশে শিল্পকলা একাডেমি ও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন আয়োজন করেছে বিভিন্ন অনুষ্ঠানের। শ্রদ্ধা চিত্তে পালন করা হচ্ছে বাউল সম্রাটের প্রয়ান দিবস।

প্রেস রিলিজ সর্বশেষ
এই সপ্তাহের পাঠকপ্রিয়