ঢাকাWednesday , 8 May 2024
আজকের সর্বশেষ সবখবর

আজ অনুষ্ঠিত হচ্ছে বানিয়াচং ও আজমিরীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন

Link Copied!

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ১ম ধাপে আজ বুধবার অনুষ্ঠিত হচ্ছে বানিয়াচং ও আজমিরীগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচন। এই নির্বাচনে শেষ হাসিটা কারা হাসবে সেটাই এখন দেখার অপেক্ষায় রয়েছেন দুই উপজেলাবাসী। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে এই ভোটগ্রহন চলবে। গতকাল প্রচারণার শেষ দিনে প্রার্থী, সমর্থক ও নেতাকর্মীদের নির্ঘুম প্রচার প্রচারণায় মুখরিত ছিল বানিয়াচং ও আজমিরীগঞ্জ উপজেলা। ভোটাররা জানিয়েছেন, তারা সৎ যোগ্য প্রার্থীকেই বাছাই করে তাদের মূল্যবান ভোট প্রয়োগ করবেন। সর্বত্র এখন আলোচনার বিষয় প্রার্থীদের মধ্যে কারা হাসবেন শেষ হাসি। কারা হচ্ছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান। কারা হচ্ছেন ভাইস চেয়ারম্যান। এসব প্রশ্নের উত্তর জানতে হলে অপেক্ষা করতে হবে আজ বিকেল ৪টা পর্যন্ত।

বানিয়াচং উপজেলায় চেয়ারম্যান পদে তিন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন বর্তমান উপজেলা চেয়ারম্যান ও জেলা যুবলীগের সভাপতি আবুল কাশেম চৌধুরী (মোটরসাইকেল), উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইকবাল হোসেন খান (আনারস) ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমির হোসেন মাষ্টার (ঘোড়া)। নির্বাচনী মাঠে এই তিন প্রার্থীর মধ্যে দুইজনের তুমুল লড়াইয়ের আভাস পাওয়া গেছে।

উপজেলা ভাইস চেয়ারম্যান পদে ৯ জন প্রার্থী নির্বাচনী মাঠে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তারা হলেন-আশরাফ হোসেন খান মামুন (চশমা), এসএম সুরুজ আলী (মাইক), কৃষ্ণদেব (টিউবওয়েল), তাফাজ্জুল হক (বই), প্রিয়তোষ রঞ্জন দেব (বৈদ্যুতিক বাল্ব), আসিক মিয়া (তালা), ফারুক আমীন (উড়োজাহাজ), সৈয়দ নাছিরুল ইমাম (টিয়া পাখী) ও আরশাদ হোসেন খান বিপলু (পালকি)। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করবেন। তারা হলেন-জাহেনারা আক্তার বিউটি (প্রজাপতি), মুক্তা রানী দাস রিয়া (ফুটবল) ও শিউলি রানী দাস (কলস)।

আজমিরীগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে ৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ৭ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জনসহ মোট ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের মধ্যে বরাদ্দকৃত প্রতীকের মধ্যে রয়েছে উপজেলা চেয়ারম্যান পদে মোঃ আলাউদ্দিন মিয়া (কাপ পিরিচ) মোঃ ডাঃ লোকমান মিয়া (দোয়াত কলম), মোঃ আকবর হোসেন (ঘোড়া), মোঃ মর্ত্তুজা হাসান (আনারস), মোঃ ডাঃ রেজাউল করিম (মটর সাইকেল) মোঃ আলী আমজাদ তালুকদার (মাছ)।

ভাইস চেয়ারম্যান পদে হীরেন্দ্র পুরকায়স্থ (বই), শাজাহান মিয়া (টিয়া পাখি), জাহিদ হাসান জীবন (চশমা), মিলোয়ার হোসেন (তালা), কালীপদ পাল (টিউবওয়েল), আব্দুল জলিল (বৈদ্যুতিক বাল্ব) এবং হারুনুর রশিদ (মাইক)।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে এডভোকেট রোকসানা আক্তার শিখা (হাঁস), মাহমুদা আক্তার রেফা (ফুটবল) ও সীমা রানী সরকার (প্রজাপতি)। উপজেলা পরিষদ নির্বাচনের দিন কঠোর অবস্থানে থাকবে উপজেলা নির্বাচন অফিস। কোথাও কোন ধরনের নির্বাচনী বিশৃঙ্খলা করলে তাৎক্ষনিক ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন বানিয়াচং উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার সৈয়দ কামাল হোসেন।

তিনি জানান, সুষ্ঠু, নিরেপক্ষ এবং আনন্দঘন পরিবেশে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোটারগণ যেন তাদের নিজ নিজ পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন সেই পরিবেশ বজায় রাখবে নির্বাচন কমিশন। এদিকে নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ করতে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। নির্বাচন যাতে ভোটাররা তাদের ভোটাধিকার শান্তিপূর্ণ ভাবে দিতে পারে এবং সব ধরনের বিশৃঙ্খলা ঠেকাতে মাঠে প্রশাসনকে চার স্তরের নিরাপত্তায় ঢেলে সাজানো হয়েছে।

আজমিরীগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার ও সহকারি রিটার্নিং কর্মকর্তা মো: সাইফুল ইসলাম জানান, পুরো উপজেলাজুড়ে উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। বিশৃঙ্খলার কোনো সুযোগ নেই।
আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ডালিম আহমেদ জানিয়েছেন, উপজেলার সবকটি সেন্টার থাকবে নিরাপত্তার চাঁদরে ঢাকা। পুলিশের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যরা ও দায়িত্ব পালন করবেন। নির্বাচন হবে সুষ্টু ও নিরপেক্ষ।

বানিয়াচং থানার অফিসার ইনচার্জ দেলোয়ার হোসাইন জানান, উপজেলা পরিষদ নির্বাচন অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠু করতে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে। এ নির্বাচনে কোন কারচুপির সুযোগ নেই। তার আগে আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিয়ে ব্রিফিং করেছি।

বানিয়াচং উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার সৈয়দ কামাল হোসেন বলেন, ‘নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সবকটি ভোটকেন্দ্রগুলোতে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। আশা করছি বানিয়াচং উপজেলায় শান্তিপূর্ণ ভাবে ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। প্রসঙ্গত, বানিয়াচং উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লাখ ৭২ হাজার ৬শ ১০ জন। এর মধ্যে মহিলা ভোটার ১ লাখ ৩৪ হাজার ৮শ ৩১ ও পুরুষ ভোটার ১ লাখ ৩৭ হাজার ৭শ ৭৯ জন। ভোট কেন্দ্র রয়েছে ১০৬।

অন্যদিকে আজমিরীগঞ্জ উপজেলায় নারী পুরুষ মিলিয়ে মোট ভোটার সংখ্যা হলো ৯৪ হাজার ৪ শত ৮২ জন। এর মধ্যে পুরুষ ভোটার হলেন ৪৮ হাজার ৭ শত ৮২ জন ও মহিলা ভোটার হলেন ৪৭ হাজার ৩ শত ২ জন। এই উপজেলায় মোট ভোট কেন্দ্রের সংখ্যা ৪৪ ।