আজমেরীগঞ্জ উপজেলা সচেতন নাগরিক কমিটি গঠন - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাFriday , 10 July 2020
আজকের সর্বশেষ সবখবর

আজমেরীগঞ্জ উপজেলা সচেতন নাগরিক কমিটি গঠন

Link Copied!

 

আজমেরীগঞ্জ প্রতিনিধি : করোনা ভাইরাস প্রতিরোধে সচেতন নাগরিক কমিটি আজমেরীগঞ্জ উপজেলা কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই ২০২০) বিকেল ৩টায় আজমেরীগঞ্জ উপজেলা করোনা ভাইরাস প্রতিরোধে সচেতন নাগরিক কমিটি গঠনের লক্ষে হবিগঞ্জ জেলা আহ্বায়ক চৌধুরী মিসবাহুল বারী লিটন’র সভাপতিত্বে এবং জেলা যুগ্ম আহ্বায়ক শরীফ চৌধুরীর পরিচালনায় আজমেরীগঞ্জ বাজারে এক সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা কমিটির সদস্য সচিব ফরহাদ আহমেদ চৌধুরী। এছাড়া বক্তব্য রাখেন জেলা কমিটির সদস্য মাধব সরকার, জেলা কমিটির সদস্য শফিকুল ইসলাম, জেলা কমিটির সদস্য ও হবিগঞ্জ সদর উপজেলা কমিটির যুগ্ম আহ্বায়ক মিনহাদ আহমেদ চৌধুরী, জেলা মিডিয়া সেল প্রধান জিএম ফয়সাল খান, ডাঃ এফ আর রায়হান, আজমেরিগঞ্জ কলেজ ছাত্র সংসদের ভিপি মোঃ ফখরুল ইসলাম, আতিকুর রহমান, সিদ্দিকুর রহমান অভি।

এসময় আরও উপস্থিত ছিলেন কৃষ্ণ চন্দ্র পাল, সাইমন হাসান সুমন, আলভী সৌরভ, আনোয়ার মিয়া, টি.এইচ জামান, গুনি, নিষাদ, তারেক, যুবরাজ, সোহেল আহমেদ রাজ, ইফজল মিয়া, কালাম মিয়া, রাব্বি, ফারুক আহমেদ সেবুল, আলী হায়দার, মিজান, মোতালিব, মামুন মিয়া, তারেক, কাজল, কাসেম, শান্ত, দীপ্ত, ছোটন আহমেদ, রোকন, বাপ্পারাজ, জাকির হোসাইন, শামীম আহমদ, আনহার, সজীব, আদর, মারুফ, মনিরুল, রোহাদ খান, আশরাফুল, নাঈম খান, আদনান চৌধুরী, নয়ন মিয়া, সামজিদ প্রমূখ।

সভায় সর্ব সম্মতিক্রমে মোঃ ফখরুল ইসলাম কে আহ্বায়ক, আতিকুর রহমানকে ১ম যুগ্ম আহ্বায়ক এবং সিদ্দিকুর রহমান অভি কে সদস্য সচিব মনোনীত করে ৪১ সদস্য বিশিষ্ট করোনা ভাইরাস প্রতিরোধে সচেতন নাগরিক কমিটি আজমেরীগঞ্জ উপজেলা কমিটি গঠন করা হয়।

পরে জেলা কমিটি ও নবগঠিত উপজেলা কমিটির উদ্যোগে আজমেরীগঞ্জ বাজারে করোনা সংক্রামন প্রতিরোধে জনসচেতনতামূলক প্রচারনা অনুষ্ঠিত হয়। এছাড়া জেলা কমিটির পক্ষ থেকে ২০০ পিস মাস্ক এবং ১০০ পিস হ্যান্ড স্যানিটাইজার বিতরন করা হয়।