আজমিরীগঞ্জে বাল্যবিবাহ বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অর্থদণ্ড করেন ইউএনও মতিউর রহমান - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাFriday , 7 August 2020
আজকের সর্বশেষ সবখবর

আজমিরীগঞ্জে বাল্যবিবাহ বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অর্থদণ্ড করেন ইউএনও মতিউর রহমান

Link Copied!

সজীব, আজমিরীগঞ্জ : হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলায় বাল্যবিবাহ বন্ধ করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে।

 

ছবি: ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন উপজেলা নির্বাহী অফিসার মতিউর রহমান খান

 

শুক্রবার (০৭ আগস্ট) সকাল ১১ঃ৩০ ঘটিকায় উপজেলা নির্বাহী অফিসার মতিউর রহমান খান এর নেতৃত্বে আজমিরীগঞ্জ উপজেলার কাকাইলছেও ইউনিয়নের গরদাইর বড়হাটিতে বাল্য বিবাহ নিরোধ আইন, ২০১৭ অনুসারে মোবাইল কোর্ট পরিচালিত হয়।

এসময় সৌলরী STDP মডেল উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী মোছাঃ নদী আক্তার (১৬), পিতাঃ সগলু মিয়া ও দশম শ্রেণির ছাত্র তারেক মিয়া (১৮), পিতা মুর্শেদ মিয়া এর মধ্যে বিয়ের অনুষ্টানের আয়োজন করায় বিয়ের অনুষ্ঠান তাৎক্ষণিক ভাবে ভেঙ্গে দেয়া হয়। এবং এ অনুষ্টানের আয়োজনকারী বর ও কনের পিতাদ্বয় সগলু মিয়া (৫০), পিতা মৃত মনু হোসেন এবং মুর্শেদ মিয়া (৪৮), পিতা মৃত আব্দুর রহমান উভয়কে বাল্য বিবাহ নিরোধ আইন, ২০১৭ অনুসারে ৫,০০০ (পাঁচ হাজার) টাকা করে মোট ১০,০০০ (দশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

ছেলে মেয়ের বিয়ের বয়স না হওয়া পর্যন্ত তাদের বিয়ে দেবেন না মর্মে তাদের কাছ থেকে অঙ্গীকার রাখা হয়।

এ অভিযানে এস আই এমরান এর নেতৃত্বে আজমিরীগঞ্জ থানা পুলিশের একটি দল সহযোগিতা করে।

বাল্যবিবাহ রোধে প্রশাসনের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ইউএনও মতিউর রহমান।