আজমিরীগঞ্জ শিবপাশা সবুজগঞ্জ বাজারে চুরি। - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSaturday , 11 July 2020
আজকের সর্বশেষ সবখবর

আজমিরীগঞ্জ শিবপাশা সবুজগঞ্জ বাজারে চুরি।

Link Copied!

 

শহিদুল আহমেদ রাজ, আজমিরীগঞ্জ : ১০ই জুলাই রোজ শুক্রবার বিকাল ২ ঘটিকার সময় আজমিরীগঞ্জ শিবপাশা সবুজগঞ্জ বাজার শাহ হেকিম জিপি এক্সপ্রেস (পলাশ) মিয়ার দোকান থেকে
অ্যানড্রয়েড স্মর্টফোন (oppo) ১৬০০০ হাজার টাকা মূল্যের একটি মোবাইল চুরি হয়ে যায়।

ঐ দোকানে সিসি ক্যামেরায় তাস্পষ্ট। সিসিটিভির ফুটেজ থেকে পাওয়া যায় যে, একটি ছোট ছেলে ও মেয়ে, একজন যুবকের সহযোগিতায় এই চুরিটি করছে।

এই বিষয়টি নিয়ে শিবপাশা সবুজগঞ্জ বাজারে ব্যবসায়ীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। ভিডিও ফুটেজ থাকা সত্ত্বেও চোর কে চিন্তিত করতে পারেনি।

শিবপাশা শাহ হেকিম জিপি এক্সপ্রেসের প্রোপাইটর মোঃ পলাশ আহমেদ “দৈনিক আমার হবিগঞ্জ”কে জানায়, কিছু দিন আগেও একটি ১ হাজার টাকা মূল্যের ফুটবল চুরি হয়ে যায়। আমরা সিসিটিভির ফুটেজ দেখে চোরকে সনাক্ত করতে সক্ষম হই। এবং বাজার কমিটি তার প্রাপ্য বিচার করেন। কিন্তু আজ যে চুরিটা হলো এখনও চোরকে আমরা সনাক্ত করতে পারিনি। তাই প্রয়োজনে আইনের সহায়তা নিব।

এ বিষয়ে শিবপাশা বাজার কমিটির সাধারণ সম্পাদক জানান, যে কিছু দিন আগেও বাজারে উজ্জ্বল মিয়ার দোকান চুরি হয়। এবং আমরা সিসিটিভি দেখে আইনি সহায়তায় বিচার করি। যদি এখনও এই চোরকে সনাক্ত করা যায় তাহলে উপযুক্ত বিচার হবে।