আজমিরীগঞ্জ শিবপাশা রোডে প্রতিনিয়ত ঘটছে সড়ক দুর্ঘটনা - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSunday , 5 July 2020
আজকের সর্বশেষ সবখবর

আজমিরীগঞ্জ শিবপাশা রোডে প্রতিনিয়ত ঘটছে সড়ক দুর্ঘটনা

Link Copied!

এম এ রাজা :: দীর্ঘদিন ধরে শিবপাশা বাজারের পাশের রাস্তাটি বেহাল দশায় পড়ে আছে। এতে করে  প্রায়ই এই সড়কে ঘটছে ছোট বড় সড়ক দুর্ঘটনা।
আজ ৫’ই জুলাই সকাল সাড়ে দশটার সময় বেঙ্গল সিমেন্ট এর একটি গাড়ি ভাঙা রাস্তার কারণে চাকা আটকে যায়। কিছুদিন আগে গ্যাস সিলিন্ডার ভর্তি একটি গাড়ি ভাঙা রাস্তার কারণে উল্টে খাদে পড়ে যায়। এছাড়াও প্রায়ই এই রাস্তায় দুর্ঘটনা ঘটছে দেখার কেউ নেই।
এলাকাবাসী দাবি অতি দ্রুত যেন এই রাস্তাটি সংস্কার করা হয়।
এ বিষয়ে আমরা কথা বলেছি শিবপাশা ইউনিয়ন চেয়ারম্যান আলী আমজাদের সাথে তিনি “আমার হবিগঞ্জ” প্রতিনিধিকে জানিয়েছেন এখানে একটি ব্রিজ এর কাজ চলতেছে দীর্ঘদিন ধরে বর্তমানে শেষের দিকে। আর দশ থেকে পনের দিনের মধ্যেই আশা করছি শেষ হয়ে যাবে। তখন আর এলাকাবাসীর  দুর্ভোগ থাকবে না।