আজমিরীগঞ্জ প্রতিনিধ : শিবপাশা রোডে শান্তিপুর নামক স্থানে প্রায় ১ কিলোমিটার জায়গা জুড়ে পাকা রাস্তা হাওরের ঢেউয়ে ভাঙ্গণের কবলে পড়ায় সোমবার (২০ জুলাই) সকাল ১১ টায় পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ মতিউর রহমান খান
পরিদর্শনকালে সাথে ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব মর্ত্তুজা হাসান, উপজেলা প্রকৌশলী ও প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন অফিসার।
এসময় তাৎক্ষণিকভাবে সড়ক রক্ষার স্বার্থে নির্বাহী প্রকৌশলী এলজিইডি’র সাথে কথা বলে দ্রুত বালুর বস্তা ফেলা ও আড় নির্মাণের উদ্যোগ নেয়া হয়। এবং বেশি ক্ষতির সম্ভাবনা থাকায় বালুর বস্তা দিয়ে অস্থায়ী ভাবে মেরামত করা হয়। তদারকিতে ছিলেন উপজেলা চেয়ারম্যান জনাব মর্তুজা হাসান।
বিকেলে কার্যক্রমের অগ্রগতি দেখতে পুনরায় উপজেলা নির্বাহী অফিসার সেখানে গমন করেন ও প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।