আজমিরীগঞ্জ প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে চিকিৎসা সেবা ব্যাহত - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাFriday , 5 April 2024
আজকের সর্বশেষ সবখবর

আজমিরীগঞ্জ প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে চিকিৎসা সেবা ব্যাহত

Link Copied!

আজমিরীগঞ্জ প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে ভুক্তভোগী থাকলেও নেই কর্মকর্তা কর্মচারী।সরকারী নিয়মের তোয়াক্কা না করে কর্মরত কর্মকর্তা,কর্মচারীগন সেচ্চাচারী মনোভাব নিয়ে চলাফেরা করেন বলে অভিযোগ রয়েছে।

নির্ধারিত সময়ে দপ্তরে না আসা,খামারীদের সাথে অসদাচরণ,ঔষুধ বিপননে অনিয়মসহ নানা ধরনের অভিযোগ রয়েছে উক্ত দপ্তর ও হাসপাতালে কর্মরত কর্মচরী কর্মকর্তারদের বিরুদ্ধে। আজমিরীগঞ্জ উপজেলা বিভিন্ন ইউনিয়নের দূর দূরান্তের গ্রাম থেকে পশু পাখি নিয়ে আসা লোকজন ঘন্টর পর ঘন্টা অপেক্ষা করেও কাঙ্ক্ষিত সেবা পান না বলে অভিযোগ করেন।

অভিযোগের ভিত্তিতে সরজমিন কয়েকদিন সরকার নির্ধারিত কাজের সময়ে আজমিরীগঞ্জ প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে উপস্থিত হয়ে দেখা যায় পশু-পাখির বিভিন্ন সমস্যা নিয়ে খামারী,সাধারন জনগনের লাইন থাকলেও শুধুমাত্র নিশিকান্ত নামে একজন কর্মচারী ছাড়া বাকী সবাই অনুপস্থিত।

সকাল গড়িয়ে দুপুরের দিকে মোটর সাইকেল যোগে উক্ত দপ্তরের কম্পাউন্ডার আরাফাত রহমান ঠাকুর আসেন তারপর খামারী ও চিকিৎসা নিতে আসা লোকজনকে সেবা প্রদান করেন। একই দপ্তরে কর্মরত আরেক কর্মচারী ভেটেরিনারি ফিল্ড এসিস্ট্যান্ট সুজিৎ ঘোষ দপ্তরে আসেন নি মর্মে নিশ্চিত হওয়া যায়।

কর্মরত লোকজনের মধ্য অধিকাংশ হবিগঞ্জ জেলা সদর থেকে আজমিরীগঞ্জ কার্যক্রম পরিচালনা করেন মর্মে একাদিক সূত্রে নিশ্চিত হওয়া গেছে।সপ্তাহে দুএকদিন তাদের দেখা মিললেও বেশিরভাগ সময় তারা অনুপস্থিত থাকেন বলে খামারীসহ সাধারন ভুক্তারা সরকারী সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়ে বাধ্য হয়ে ব্যাক্তিগত মালিকানাধীন ভেটেরিনারি ফার্মেসি থেকে অর্থ পরিশোধ করে চিকিৎসা সেবা নিয়ে থাকে।

আজমিরীগঞ্জ প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের কম্পাউন্ডার আরাফাত রহমান ঠাকুরের সাথে কথা বললে তিনি বলেন,আমি নিয়মিত অফিস করি,অফিসে না পাওয়ার প্রশ্নে বলেন ভিআইপি কলে বিভিন্ন জায়গায় যেতে হয় তাই হয়তবা আপনারা যখন আসেন আমাদের পাননা। আজমিরীগঞ্জ প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের ফিল্ড এসিস্ট্যান্ট সুজিৎ ঘোষের সাথে যোগাযোগের চেস্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

আজমিরীগঞ্জ প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা ডাঃ মোঃ মুস্তাফিজুর রহমানের সাথে মোবাইলে যোগাযোগ করলে তিনি বলেন আমি অতিরিক্ত দায়িত্ব পালন করি, আজমিরীগঞ্জে, আপনারা আমাকে অবগত করেছেন তাই আপনাদের ধন্যবাদ,আমি দেখছি বিষয়টি। সাথে আরো বলেন আজমিরীগঞ্জ প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল পরিচালনায় লোকবল দরকার ১৩ জন সে জায়গায় ৩-৪ জন লোক দিয়ে কার্যক্রম চালাতে হচ্ছে এটাও উপরোক্ত সমস্যাগুলির একটা প্রধান কারন।