আজমিরীগঞ্জ প্রাণীসম্পদ উন্নয়ন কেন্দ্র মাদকসেবী ও কুকুরের অভয়ারন্য। - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSunday , 29 August 2021

আজমিরীগঞ্জ প্রাণীসম্পদ উন্নয়ন কেন্দ্র মাদকসেবী ও কুকুরের অভয়ারন্য।

Link Copied!

দিলোয়ার হোসেন  :   আজমিরীগঞ্জ উপজেলার বদলপুর ইউনিয়নের পাহাড়পুর বাজারস্থ প্রাণিসম্পদ উন্নয়ন কেন্দ্র থাকলেও সেখানে কোন ধরনের সেবা পাওয়া যায় না। সেবা পেতে হলে আজমিরীগঞ্জ সদর প্রাণিসম্পদ কেন্দ্র ই একমাত্র ভরসা। তবে পশুপাখি নিয়ে পাহাড়পুর থেকে আজমিরীগঞ্জ যেতে পোহাতে হয় সীমাহীন দূর্ভোগ।
সরেজমিন পরিদর্শনে দেখা যায় পাহাড়পুর বাজারের নিকটেই প্রাণিসম্পদ উন্নয়ন কেন্দ্র সাইনবোর্ডে একটি ভবন রয়েছে।
দুই কক্ষ বিশিষ্ট ভবনে অফিস রুমটি তালাবদ্ধ অবস্থায় রয়েছে, তবে পাশের কক্ষটি খুলামেলা আছে। দীর্ঘদিন বন্ধ থাকার কারনে ভবনটির ঐ কক্ষে কুকুর আশ্রয় নিয়ে বসবসাস করছে, রাতের বেলা এখানে মাদকসেবীরা নিরাপদে মাদক সেবন করে বলেও স্হানীয়রা অভিযোগ করেন।

ছবি: আজমিরীগঞ্জ প্রাণীসম্পদ উন্নয়ন কেন্দ্র’র ছবি

পাহাড়পুর গ্রামের বাসিন্দা ও স্হানীয় পর্যায়ে গরু-হাস-মুরগী খামারীগন অভিযোগ করে বলেন আমাদের খামারে পালিত পশু-পাখির বিভিন্ন রোগ বালাই হলে আমরা এখানে আসি একটু সেবা পেতে,ভবনটি নির্মান ও প্রাণিসম্পদ উন্নয়ন কেন্দ্র হওয়ার পর থেকে আমরা যখনই আসি তখনই ভবনটি বন্ধ পাই বাধ্য হয়ে আমাদের সীমাহীন দূর্ভোগ ভোগ করে যেতে হয় আজমিরীগঞ্জ সদরে।
এ ব্যাপারে উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মানসুরুল ইসলামের সাথে যোগাযোগ করলে তিনি দৈনিক আমার হবিগঞ্জ কে জানান,ইউনিয়ন পর্যায়ে সেবা দিতে আমরা বিভিন্ন ইউনিয়নে প্রাণিসম্পদ উন্নয়ন কেন্দ্রে স্বেচ্ছাসেবক দ্বারা সেবা দিয়ে আসছি।
পাহাড়পুরে আমাদের উন্নয়ন কেন্দ্র সুমেস দাস দেখাশোনা করেন। গত মাসেও আমি পাহাড়পুর পরিদর্শন করেছি।
আপনারা যখন আমাকে বিষয়টি জানিয়েছেন আমি অবশ্যই তদন্ত করব,যদি তদন্তে প্রমানিত হয় আমি ব্যবস্থা গ্রহন করব।
পাহাড়পুরে প্রাণিসম্পদ উন্নয়ন কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত সুমেস দাসের সাথে কেন্দ্র কেন সবসময় বন্ধ থাকে এবং রাতের বেলায় যে ঐ জায়গায় মাদকসেবীরা মাদক সেবন করে সে ব্যাপারে তিনি জানেন কিনা জানতে চাইলে সে দৈনিক আমার হবিগঞ্জকে জানান,আপনাদের ভুল তথ্য দেওয়া হইছে,আমি নিয়মিত অফিস খুলি এবং সেবা প্রদান করি।

আজমিরীগঞ্জ সর্বশেষ
এই সপ্তাহের পাঠকপ্রিয়