আজমিরীগঞ্জ পৌরসভার বিভিন্ন মসজিদের ইমাম-মুয়াজ্জিনদের মধ্যে ঈদ উপহার বিতরণ - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSaturday , 17 July 2021

আজমিরীগঞ্জ পৌরসভার বিভিন্ন মসজিদের ইমাম-মুয়াজ্জিনদের মধ্যে ঈদ উপহার বিতরণ

Link Copied!

দিলোয়ার হোসেন  :   আজমিরীগঞ্জে ঈদুল আজহা উপলক্ষে  পৌরসভাধীন  মসজিদ গুলোতে কর্মরত ইমাম- মুয়াজ্জিনদের মধ্যে ঈদ উপহার স্বরুপ  নগদ চেক বিতরণ করেছে আজমিরীগঞ্জ পৌরসভা।
শনিবার (১৭ জুলাই) বিকাল ৩টায় আজমিরীগঞ্জ পৌরসভা কার্যালয়ে ৩৬ জন ইমাম মুয়াজ্জিনের হাতে ঈদ উপহারের নগদ চেক তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও পৌর প্রশাসক মতিউর রহমান খাঁন।

ছবি : ঈদ উপহার তুলে দিচ্ছেন ইউএনও মতিউর রহমান খান

এসময় প্রত্যেক ইমামকে তিন হাজার পাঁচশত এবং প্রত্যেক মুয়াজ্জিনকে দুই হাজার টাকার চেক প্রদান করা হয়।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পৌরসভার প্রকৌশলী হেদায়েতুল ইসলাম,পৌর কাউন্সিলর ও  উপজেলা প্রেসক্লাবের সভাপতি স্বপন বনিক সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর এবং পৌরসভায় কর্মরত  কর্মকর্তা কর্মচারী বৃন্দ।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও পৌর প্রশাসক মতিউর রহমান খাঁন বলেন -ঈদের আনন্দ সবার মাঝে বিলিয়ে দিতে পৌরসভার  এই উদ্যেগ। ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে।

আজমিরীগঞ্জ সর্বশেষ
এই সপ্তাহের পাঠকপ্রিয়