আজমিরীগঞ্জ উপজেলা শিক্ষা অফিসারের নানা অনিয়ম ও দুর্নীতির তদন্ত শুরু বৃহস্পতিবার - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাWednesday , 2 November 2022
আজকের সর্বশেষ সবখবর

আজমিরীগঞ্জ উপজেলা শিক্ষা অফিসারের নানা অনিয়ম ও দুর্নীতির তদন্ত শুরু বৃহস্পতিবার

Link Copied!

আজমিরীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাহমুদুল হকের নানা অনিয়ম ও দুর্নীতির সংবাদ প্রকাশের পর তার এসব অভিযোগগুলো তদন্ত করার জন্য আগামী (৩ নভেম্বর) বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা শিক্ষা অফিসে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর উপপরিচালক তদন্তের (তদন্ত ও শৃঙ্খলা) দিন ধার্য করেছেন।

ওই দিন সিলেট জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মারুফ আহমেদ চৌধুরী তদন্ত করতে সরেজমিনে আসবেন। তদন্তানুষ্ঠানে উপস্থিত থাকার জন্য উপজেলা শিক্ষা অফিসার মাহমুদুল হককে অফিস আদেশের মাধ্যমে জানিয়ে দেয়া হয়েছে।

এর পূর্বে গত ২৫ অক্টোবর তদন্ত হওয়ার কথা ছিল। কিন্তু প্রাকৃতিক দুর্যোগজনিক কারণে সেটা বাতিল করে দেয়া হয়। তদন্তের কার্যাবলি সদয় অবগতির জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপরিচালক ( তদন্ত শৃঙ্খলা) ঢাকা, সিলেট বিভাগীয় উপপরিচালক, জেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে প্রেরণ করা হয়েছে।

প্রসঙ্গত, গত এপ্রিল মাসের ২১ তারিখ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব বরাবরে উপজেলার সবকটি প্রাথমিক বিদ্যালয়ের মোট ১০২ জন শিক্ষক-শিক্ষিকার স্বাক্ষর সম্বলিত উপজেলা শিক্ষা অফিসার মাহমুদুল হকের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে একটি লিখিত আবেদন দাখিল করেন।

অভিযোগ ঘেটে জানা যায়,এপ্রিল মাসের ৪ তারিখ উপজেলার কাটাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক স্বস্তি রাণী দাস স্থানীয় সোনালী ব্যাংক থেকে ব্যক্তিগত লোন নিতে ফরমে স্বাক্ষর নেয়ার জন্য উপজেলা শিক্ষা অফিসার মাহমুদুল হকের কাছে যান।

সেখানে যাওয়ার পর মাহমুদুল হক ওই শিক্ষকের সাথে বাজে ব্যবহারসহ উগ্র আচরণ করেন। একপর্যায়ে শিক্ষক স্বস্তি রাণী দাসকে তার অকথ্য ভাষায় গালিগালাজ করে অফিস থেকে বের করে দেন মাহমুদুল হক। পরবর্তীতে অনুমতি নিয়ে পুনরায় তার অফিসে প্রবেশ করলে শিক্ষক স্বস্তি রাণী দাসকে শোকজসহ বিভাগীয় মামলার ভয় দেখান শিক্ষা অফিসার মাহমুদুল হক।

বিষয়টি নিয়ে গত এপ্রিল মাসের ৭ তারিখে শিক্ষক স্বস্তি রাণী দাসকে একটি শোকজ চিঠি প্রেরণ করা হয়। ফলে ওই শিক্ষক অসহায়বোধসহ শিক্ষক সমাজের জন্য মানহানিকর ও অসম্মানজনক বলে অভিযোগে উল্লেখ করা হয়। এ ছাড়া পাহাড়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মনোরঞ্জন চৌধুরী হবিগঞ্জের সোনালী ব্যাংক থেকে ব্যক্তিগত লোনের ফরমে স্বাক্ষর নিতে চাইলে উপজেলা শিক্ষা অফিসার মাহমুদুল হক কর্তৃক অপমানিত ও লাঞ্চিত হন।

ইংরেজী বিষয়ে উচ্চতর প্রশিক্ষণনের জন্য দুইজন শিক্ষকের নাম প্রেরণ করতে উর্ধ্বতন কর্তৃপক্ষ প্রস্তাব করলে মানসম্মত শিক্ষক থাকার পরেও উপজেলা শিক্ষা অফিসার মাহমুদুল হক তাদের নাম বাদ দিয়ে তার অনুগত শিক্ষকদের নাম প্রেরণ করেন। এতে প্রকৃত মূল্যায়নের বিঘ্নিত ঘটাসহ প্রাথমিক শিক্ষা মানোন্নয়নে বাঁধা হয়ে দাঁড়িয়েছে বলে অভিযোগে বলা হয়।

এছাড়াও ইএফটি’র মাধ্যমে দ্রুততম শিক্ষকদের বেতন প্রদানের অজুহাতে প্রতি শিক্ষকদের কাছ থেকে ১৩০টাকা করে আদায় করেন মাহমুদুল হক যা ছিল নিয়মবহির্ভুত।

এগুলো নিয়ে গত ২৫ সেপ্টেম্বর ২০২২ ইং তারিখে “আজমিরীগঞ্জের প্রাথমিক শিক্ষা অফিসার মাহমুদুল হকের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্তের নির্দেশ” এই শিরোনামে দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকার অনলাইন ভার্সন ও পরের দিন প্রিন্ট পত্রিকায় সংবাদটি প্রকাশিত হয়।

পরবর্তীতে ১৩ অক্টোবর ২০২২ ইং তারিখে “শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করে যাচ্ছেন শিক্ষা কর্মকর্তা মাহমুদুল হক”! এই শিরোনামে আরেকটি অনুসন্ধানী সংবাদ প্রকাশ করে দৈনিক আমার হবিগঞ্জ।

সংবাদ দুটি আমলে নিয়ে প্রাথকি শিক্ষা অধিদপ্তর আজমিরীগঞ্জের উপজেলা শিক্ষা অফিসার মাহমুদুল হকের বিরুদ্ধে উঠা নানা অনিয়ম ও অভিযোগের তদন্ত করতে নির্দেশনা প্রদান করেছেন।