আজমিরিগঞ্জ প্রতিনিধি : বুধবার (২২ জুলাই) হবিগঞ্জের আজমিরীগঞ্জে নবাগত উপজেলা নির্বাহী অফিসার মতিউর রহমান খানে’র ব্যবহৃত অফিসিয়াল মোবাইল নম্বার ক্লোন করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের কাছে টাকা দাবি করেছে একটি দুষ্কৃতকারী চক্র। পরবর্তীতে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা ঐ মোবাইল নম্বরে কল করে বিষয়টি জানতে চাইলে অবাক হয়ে যান নির্বাহী অফিসার মতিউর রহমান খান।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মতিউর রহমান খান “দৈনিক আমার হবিগঞ্জ’কে জানান, ‘বুধবার হবিগঞ্জের জেলা প্রশাসক আজমিরীগঞ্জে আগমনে আমি বিভিন্ন প্রোগ্রামে ব্যস্ত থাকি, পরে আমি জানতে পারি আমার অফিসিয়াল মোবাইল নাম্বার ক্লোন করে কে বা কারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে টাকা পাঠানোর কথা বলে। তখন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আমার ঐ নাম্বারে কল ব্যাক করলে বিষয়টি শুনে আমি অবাক হয়ে যাই।
এ ব্যাপারে আমি ওসি সাহেবকে বিষয়টি ফোনে জানিয়েছি এবং কেউ যাতে এই ফাঁদে পা না দেন এবং সতর্ক থাকার জন্য আমার ব্যবহৃত অফিসিয়াল সোশ্যাল মিডিয়ার আইডি থেকে একটি পোষ্ট দিয়েছি।
আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) আবু হানিফ “দৈনিক আমার হবিগঞ্জ’কে জানান, স্যার আমাকে বিষয়টি ফোনে জানিয়েছেন, আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।