আজমিরীগঞ্জে ৭টি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের জরিমানা - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাMonday , 21 June 2021

আজমিরীগঞ্জে ৭টি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের জরিমানা

Link Copied!

আজমিরীগঞ্জ প্রতিনিধি  :  সোমবার (২১জুন)  বিকাল ৪ টায় আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, হবিগঞ্জ জেলা কার্যালয় কর্তৃক বাজার অভিযান পরিচালনা করা হয়েছে । এ সময় অভিযানে পণ্যের মূল্য তালিকা না থাকা,মেয়াদ উত্তীর্ণ পন্য বিক্রয় ও মিষ্টির প্যাকেটের ওজন বেশি থাকার দায়ে ৭ টি প্রতিষ্ঠানকে মোট ১৪ হাজার টাকা জরিমানা করা হয় । অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক দেবানন্দ সিনহা

 

 

ছবি : অভিযান পরিচালনা করছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক দেবানন্দ সিনহা

 

 

 

মূল্য তালিকা না থাকা ও মেয়াদ উত্তীর্ণ পন্য বিক্রয়ের দায়ে সুরজাহান মেডিকেল হলকে ২হাজার টাকা, সুধাংশু স্টোরকে ২ হাজার টাকা, সাফায়েত স্টোরকে ৩ হাজার টাকা, তানভির স্টোরকে ১ হাজার ৫শ টাকা, খাজা এন্টারপ্রাইজকে ৪ হাজার টাকা পাবেল স্টোরকে ১ হাজার টাকা ও মিষ্টির প্যাকেটের ওজন বেশি থাকায় মুজিবুর মিষ্টি ঘরকে ৫শ টাকা সহ সাতটি প্রতিষ্ঠানকে মোট ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে ।

 

এ সময়  আজমিরীগঞ্জ উপজেলার স্যানেটারী ইন্সপেক্টর আমজাদ হোসেন ও শিবপাশা পুলিশ ফাঁড়ির একদল পুলিশ অভিযানে সহযোগিতা করেন ।

 

 

আজমিরীগঞ্জ সর্বশেষ
এই সপ্তাহের পাঠকপ্রিয়