আজমিরীগঞ্জ প্রতিনিধিঃ ‘মাছ বাঁচলে বাঁচবে দেশ’ এই প্রত্যয়কে সামনে নিয়েই হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার বিভিন্ন হাওরের মাছ সংরক্ষণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।
সোমবার(২২ নভেম্বর) বিকালে উপজেলা বাজারের বিভিন্ন দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে আনুমানিক ৫০ হাজার মিটার কারেন্ট জাল উদ্ধার করে জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় ।

ছবি : আজমিরীগঞ্জে উদ্ধার হওয়া কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হচ্ছে
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা সালেহা সুমী। নির্বাহী কর্মকর্তা দৈনিক আমার হবিগঞ্জকে জানান,সুলতানা সালেহা সুমী জানান, হাওরের মাছ সংরক্ষণে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।