আজমিরীগঞ্জে ৩০ ভিক্ষুককে পুনর্বাসন করল প্রশাসন - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSunday , 13 December 2020
আজকের সর্বশেষ সবখবর

আজমিরীগঞ্জে ৩০ ভিক্ষুককে পুনর্বাসন করল প্রশাসন

Link Copied!

স্টাফ রিপোর্টার  :   ভিক্ষুক মুক্ত হবিগঞ্জ জেলা গঠনের লক্ষ্যে আজমিরীগঞ্জ উপজেলায় ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচীর অধীনে উপজেলার ৫টি ইউনিয়নের মোট ৩০জন ভিক্ষুক নির্বাচিত করে তাদেরকে পুনর্বাসন করে দিল উপজেলা প্রশাসন। রবিবার (১৩ডিসেম্বর) আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মতিউর রহমান খান দুপুর সাড়ে ১২টায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে ভিক্ষুকদের চাহিদা এবং কার্যক্রম অনুসারে খোপসহ মুরগী,ছাগল ও আর্থিক সহায়তা প্রদান করেন তিনি।

 

ছবি : আজমিরীগঞ্জে এক ভিক্ষুকের হাতে মোরগসহ নগদ অর্থ বুঝিয়ে দিচ্ছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মতিউর রহমান খান

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মতিউর রহমান খান জানান,ভিক্ষাবৃত্তি একটি সামাজিক ব্যাধি। এটি স্বীকৃত কোনো পেশা নয়। বর্তমানে বাংলাদেশের সামাজিক ও অর্থনৈতিক ব্যাপক উন্নয়ন হয়েছে। স্বল্পোন্নত দেশের অবস্থান থেকে উন্নয়নশীল দেশের তালিকায় উত্তরণ ঘটেছে। ভিক্ষাবৃত্তি লজ্জা থেকে দেশকে মুক্ত করতে এই উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার। ভিক্ষুকদের বিনা খরচে পুনর্বাসন করা হবে।

 

ভিক্ষুকদের সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন আজমিরীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মর্তুজা হাসানসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।