আজমিরীগঞ্জে ২ জুয়াড়িকে ১ মাসের কারাদণ্ড - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাMonday , 1 February 2021

আজমিরীগঞ্জে ২ জুয়াড়িকে ১ মাসের কারাদণ্ড

Link Copied!

আজমিরীগঞ্জ প্রতিনিধি :   হবিগঞ্জের আজমিরীগঞ্জে প্রকাশ্যে জুয়া খেলার দায়ে দুই জুয়াড়িকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। রোববার (৩১ জানুয়ারি) দুপুর ২টায় উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী অফিসার মতিউর রহমান খাঁনের ভ্রাম্যমাণ আদালত এই দণ্ডাদেশ প্রদান করেন।

দন্ডিত ব্যক্তিরা হলেন, উপজেলার কাকাইলছেও ইউনিয়নের মনিপুর গ্রামের মৃত আব্দুল হেকিম মিয়ার পুত্র কামাল মিয়া (৩৫),এবং সদর ইউনিয়নের বিরাট মুন্সিহাটি গ্রামের মৃত নানু মিয়ার পুত্র কাওছার মিয়া (৫০)।

 

ছবি : আজমিরীগঞ্জে পুলিশের হাতে আটক দুই জুয়াড়ি

 

 

জানা যায়, কাকাইলছেও ছৌলরীর মনিপুরে জুয়া খেলার আসরে অভিযান পরিচালনা করেন আজমিরীগঞ্জ থানার এ এস আই হেলাল উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যান্য জুয়াড়িরা পালিয়ে গেলেও উক্ত ২ জনকে আটক করা হয়।

এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটক ২জনের প্রত্যেকে ১ মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

আজমিরীগঞ্জ সর্বশেষ
এই সপ্তাহের পাঠকপ্রিয়