আজমিরীগঞ্জে ১২'লিটার চোলাই মদসহ এক মাদক ব্যবসায়ী আটক - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSunday , 19 July 2020
আজকের সর্বশেষ সবখবর

আজমিরীগঞ্জে ১২’লিটার চোলাই মদসহ এক মাদক ব্যবসায়ী আটক

Link Copied!

 

দিলোয়ার হোসেন, আজমিরীগঞ্জ : আজমিরীগঞ্জ উপজেলার ২নং বদলপুর ইউনিয়নের পাহাড়পুরে ১২ লিটার চোলাই মদসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

শনিবার (১৮ জুলাই) রাত ১০.৪৫ মিনিটে বিকাশ রঞ্জন দাস (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় তার নিকট থাকা ১২ লিটার চোলাই মদ জব্দ করা হয়।

 

ছবি: আটক, বিকাশ রঞ্জন দাস (৪৫)

 

আজমিরীগঞ্জ থানার ওসি (তদন্ত) আবু হানিফ জানায়, এস.আই বিদ্যুৎ কুমার দেব ও এস আই জাহাঙ্গীর আলম শনিবার রাত ১০.৪৫ মিনিটে মাদক বিরোধী অভিযান চালিয়ে ১২ লিটার চোলাই মদসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করে। এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে।

আটককৃত বিকাশ রঞ্জন দাস (৪৫)’কে রবিবার সকালে আদালতে সোপর্দ করা হবে বলে তিনি জানিয়েছেন।