আজমিরীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা শহীদ জগৎজ্যোতি দাস স্মৃতি ফলক ঢেকে তার পাশে অবৈধভাবে স্থাপনা তৈরি করেছিলেন এক ঝালমুড়ি বিক্রেতা। বিষয়টি স্থানীয় সূত্রে জানতে পেরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছেন আজমিরীগঞ্জ উপজেলা প্রশাসন।
এ সময় অবৈধ স্থাপনা উচ্ছেদ করে ৮টি টিন ও ১৫ টি বাঁশের খুঁটি জব্দ করা হয়। কে বা কারা এ কাজ করেছে এমন প্রশ্নের জবাবে সহকারী কমিশনার ( ভূমি) মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি তবে পরবর্তীতে জানা গেছে বাবলু রায় নামের এক ব্যক্তির নির্দেশে এ কাজ করা হয়েছে।
বৃহস্পতিবার (২নভেম্বর) দুপুর আনুমানিক ১২ টায় সময় উপজেলা সংলগ্ন বাসস্ট্যান্ডে কাছে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জুয়েল ভৌমিক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শফিকুল ইসলাম। এতে সহযোগিতা করেন আজমিরীগঞ্জ থানা পুলিশের একদল পুলিশ সদস্য।