ঢাকাFriday , 3 November 2023
আজকের সর্বশেষ সবখবর

আজমিরীগঞ্জে স্মৃতিফলক ঢেকে অবৈধ স্থাপনা নির্মাণ : উচ্ছেদ করলো প্রশাসন

Link Copied!

আজমিরীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা শহীদ জগৎজ্যোতি দাস স্মৃতি ফলক ঢেকে তার পাশে অবৈধভাবে স্থাপনা তৈরি করেছিলেন এক ঝালমুড়ি বিক্রেতা। বিষয়টি স্থানীয় সূত্রে জানতে পেরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছেন আজমিরীগঞ্জ উপজেলা প্রশাসন।

এ সময় অবৈধ স্থাপনা উচ্ছেদ করে ৮টি টিন ও ১৫ টি বাঁশের খুঁটি জব্দ করা হয়। কে বা কারা এ কাজ করেছে এমন প্রশ্নের জবাবে সহকারী কমিশনার ( ভূমি) মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি তবে পরবর্তীতে জানা গেছে বাবলু রায় নামের এক ব্যক্তির নির্দেশে এ কাজ করা হয়েছে।

বৃহস্পতিবার (২নভেম্বর) দুপুর আনুমানিক ১২ টায় সময় উপজেলা সংলগ্ন বাসস্ট্যান্ডে কাছে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জুয়েল ভৌমিক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শফিকুল ইসলাম। এতে সহযোগিতা করেন আজমিরীগঞ্জ থানা পুলিশের একদল পুলিশ সদস্য।