তুষার আলম আকন্দ : বাংলাদেশ আওয়ামীলী স্বেচ্ছাসেবকলীগ আজমিরীগন্জ উপজেলা শাখার সভাপতি- মোঃ আশরাফুল হোসেন মোবারুল এর পারিবারিক অর্থায়নে আজমিরীগন্জ ১নং সদর ইউনিয়নে মোট ১৩০০ ঘরে খাদ্য সামগ্রী পৌছে দেয়া হয়েছে । শুক্রবার (১মে) দুপুরের দিকে এসব খাদ্য সামগ্রী ঘরে ঘরে পৌছে দেয়া হয়। খাদ্য সামগ্রীর মধ্যে ৫কেজি চাল,১.৫০০ কেজি ডাল,৫০০ গ্রাম তেল, ১কেজি লবন,,২৫০ গ্রাম খেজুর,১টা সাবান রয়েছে। মাহে রমজান উপলক্ষে অসহায় মানুষের ঘরে খাবার পৌছে দেয়া হয়েছে বলে জানান মোবারুল।
এসময় উপস্থিত ছিলেন, সাংবাদিক তুষার আলম আকন্দ,ছাত্রলীগের সাবেক সেক্রেটারি মোঃ আমির হোসেন,সাংগঠনিক সম্পাদক সুব্রত কুমার রায় প্রমুখ।