আজমিরীগঞ্জে স্বাস্থ্যবিধি নিশ্চিতে যৌথ বাহিনীর টহল চলমান - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাTuesday , 27 July 2021
আজকের সর্বশেষ সবখবর

আজমিরীগঞ্জে স্বাস্থ্যবিধি নিশ্চিতে যৌথ বাহিনীর টহল চলমান

Link Copied!

স্টাফ রিপোর্টার :   আজমিরীগঞ্জে সরকারি নির্দেশনা বাস্তবায়ন ও স্বাস্থ্যবিধি নিশ্চিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।

মঙ্গলবার(২৭জুলাই) সকাল থেকে উপজেলার বিভিন্ন হাট-বাজার ও গুরুত্বপূর্ণ সড়কে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। ২য় পর্যায়ে কঠোরতম বিধিনিষেধ পালনের ৫ম দিনের মতো ম্যাজিস্ট্রেট-সেনাবাহিনী-পুলিশ-আনসার সমন্বয়ে যৌথবাহিনীর টহল চলমান রয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মতিউর রহমান খান এবং সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শফিকুল ইসলাম এর নেতৃত্বে যৌথবাহিনীর অভিযান পরিচালিত হয়। অভিযানে ছিল সেনা ও পুলিশের টিম।

 

 

 

ছবি : আজমিরীগঞ্জে স্বাস্থ্যবিধি নিশ্চিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে

 

 

 

 

জনসচেতনতার পাশাপাশি স্বাস্থ্যবিধি অমান্য করা ও লাইসেন্স বিহীন মোটর সাইকেল চালনা করায় ৭ জনকে ২ হাজার ৬ শত টাকা অর্থদন্ড প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মতিউর রহমান খান ও সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ শফিকুল ইসলাম।

নির্বাহী কর্মকর্তা মতিউর রহমান খান বলেন, করোনা সংক্রমণ থেকে বাঁচতে নিয়মিত মাস্ক ব্যবহার ও স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এবং সরকারি বিধি-নিষেধ বাস্তবায়নে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।