আজমিরীগঞ্জে স্বাস্থ্যবিধী উপেক্ষা করে জমে উঠেছে ঈদের বাজার - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSunday , 18 July 2021
আজকের সর্বশেষ সবখবর

আজমিরীগঞ্জে স্বাস্থ্যবিধী উপেক্ষা করে জমে উঠেছে ঈদের বাজার

Link Copied!

দিলোয়ার হোসেন  :  আজমিরীগঞ্জ সদর বাজারে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে হাজার হাজার মানুষের সমাগমে জমে উঠেছে ঈদ বাজার।
সরজমিন পরিদর্শনে দেখা যায়, বাজারে প্রত্যেক জায়গায় মানুষের সমাগম। কাপড়ের দোকানগুলিতে অতিরিক্ত  মানুষের চাপ চোখে পড়ার মত। নিত্যপ্রয়োজনীয় পন্যের দোকানগুলিও কানায় কানায় পূর্ন।

ছবি : আজমিরীগঞ্জে স্বাস্থ্যবিধী উপেক্ষা করে জমে উঠেছে ঈদের বাজার। ছবিটি আজমিরীগঞ্জ গরুর বাজারের

ঈদের আগে আজকেই ( রবিবার) শেষ গরুর হাট বসায় গরু বাজারে অতিরিক্ত মানুষের আনাগোনা চোখে পড়ার মত। বাজারের সব জায়গায় মানুষের সমাগম পরিলক্ষিত হলেও করোনা মহামারীরতে স্বাস্থবিধী না মানার হার বেশি পরিলক্ষিত হয়। অধিকাংশ মানুষই মাস্ক ছাড়া,আর যারা মাস্ক ব্যবহার করছে তারাও থুতনির উপরে মাস্ক রেখে নিয়ম মানছে। প্রশাসনের পক্ষ থেকে স্বাস্থবিধি রক্ষার কোন দৃশ্যমান পদক্ষেপ চোখে পড়ে নি।
এ ব্যাপারে আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মতিউর রহমান খানের সাথে যোগাযোগ করলে তিনি জানান,আমরা যখন স্বাস্থ্যবিধী নিশ্চিত করতে নিয়মিত অভিযানে যাই তখন সবাই সবকিছু মেনে চলে। বাজারে সরজমিনে গিয়ে যদি এমন পাই তাহলে ব্যবস্থা গ্রহন করব।