দিলোয়ার হোসেন : বুধবার (১৯ আগস্ট) বিকেল ৪ ঘটিকায় আজমিরীগঞ্জ বাজারে উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ মতিউর রহমান খানের নেতৃত্বে স্বাস্থ্যবিধির উপর মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এসময় মাস্ক পরিধান না করা ও স্বাস্থ্যবিধি না মেনে চলায় সংক্রামক রোগ (প্র.নি.নি) আইন-২০২০ অনুসারে ১। মোঃ আব্দুল্লাহ খান (৩৮) ১ হাজার টাকা, ২। ছোটবাবু (৩৬) ৫০০ টাকা, ৩। মোঃ রবিন মিয়া (৩২) ৫০০টাকা ৪। বায়েজিদ মিয়া (২০)১ হাজার টাকা, ৫। মানিক দেব (৪০) ২ হাজার টাকা জরিমানা করা হয়। মোট ০৫ জনকে মোট ৫,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানকালে আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার খান মতিউর রহমান দৈনিক আমার হবিগঞ্জ কে জানান, স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা পরিচালনার জন্য সকলকে নির্দেশনা প্রদান করা হয় এবং উপস্থিতদের মাস্ক পরিধানে বাধ্য করা হয়।
অভিযানে এস আই বিদ্যুত কুমারের নেতৃত্বে আজমিরীগঞ্জ থানা পুলিশের একটি দল সহযোগিতা করে।