আজমিরীগঞ্জে স্বাস্থ্যবিধি অমান্য করায় জরিমানা করলেন ইউএনও - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাWednesday , 12 August 2020
আজকের সর্বশেষ সবখবর

আজমিরীগঞ্জে স্বাস্থ্যবিধি অমান্য করায় জরিমানা করলেন ইউএনও

Link Copied!

দিলোয়ার হোসেন  :  বুধবার (১২আগস্ট)  আজমিরীগঞ্জ বাজারে স্বাস্থ্যবিধি ও মাস্ক পরার উপর গুরুত্ব দিয়ে  ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে।

আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মতিউর রহমান খান মোবাইল কোর্ট পরিচালনা করেন।

ছবি : আজমিরীগঞ্জে উপজেলা নির্বাহী অফিসার মতিউর রহমান খানের নেতৃত্বে চালানো হয় ভ্রাম্যমান আদালত

অভিযানে স্বাস্থ্যবিধি না মানায় আজমিরীগঞ্জ বাজারের প্রকাশ ষ্টোরকে ১ হাজার টাকা, চপলা ষ্টোর  ২হাজার টাকা, মৃনাল কান্তিকে ৫হাজার টাকা,মন্টি দাসকে ১ হাজার টাকা, জয়সেন চৌধুরীকে ২ হাজার টাকা ও শিরন মিয়াকে ৩ হাজার টাকা,আলম মিয়াকে ১হাজার টাকা জরিমানা করা হয়।  সর্বমোট ৭ প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

সংক্রামক রোধ প্র.নি.নি আইন ২০১৮  ২৫/২ ধারায় এই জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মতিউর রহমান খান।

ছবি : ভ্রাম্যমান আদালতে জরিমানা আদায় করছেন ইউএনও মতিউর রহমান খান

উপজেলা নির্বাহী অফিসার মতিউর রহমান খান জানান, স্বাস্থ্যবিধী রক্ষার্থে আজমিরীগঞ্জ উপজেলা প্রশাসন তাদের সর্বোচ্চ চেষ্টা করে যাবেন।

অভিযানে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করেন আজমিরীগঞ্জ থানার এস আই মহসিনের নেতৃত্বে একদল পুলিশ ।