আজমিরীগঞ্জে স্বাস্থ্যবিধি অমান্য করায় ভ্রাম্যমান আদালতের অভিযান - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাWednesday , 5 August 2020
আজকের সর্বশেষ সবখবর

আজমিরীগঞ্জে স্বাস্থ্যবিধি অমান্য করায় ভ্রাম্যমান আদালতের অভিযান

Link Copied!

দিলোয়ার হোসেন : বুধবার (০৫ আগষ্ট) আজমিরীগঞ্জ বাজারে স্বাস্থ্যবিধি ও মাস্ক পরার উপর গুরুত্ব দিয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

 

ছবি: মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী অফিসার মতিউর রহমান খান।

 

মোবাইল কোর্ট পরিচালনা করেন আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মতিউর রহমান খান। অভিযানে স্বাস্থ্যবিধি না মানায় আজমিরীগঞ্জ বাজারের টুম্পা মিষ্ঠান ভান্ডারকে ১ হাজার টাকা, শ্রী দূর্গা বস্ত্রালয়কে ৩ হাজার টাকা, বুশরা গার্মেন্টসকে ২ হাজার টাকা, লোকনাথ বস্ত্রালয়কে ৩ হাজার টাকা, মক্কা এন্টারপ্রাইজকে ১ হাজার টাকা ও ইমরান হোসেনকে ২’শত টাকা জরিমানা করা হয়। সর্বমোট ৫ প্রতিষ্ঠান ও ১’জন ব্যাক্তিকে ১০ হাজার ২’শত টাকা জরিমানা করা হয়।

সংক্রামক রোগ আইন ২০১৮’র ২৫/২ আইনে এই জরিমানা গুলি করা হয়।

অভিযানে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করেন আজমিরীগঞ্জ থানার এস আই ইকবালসহ কয়েকজন পুলিশ সদস্য।