আজমিরীগঞ্জে সিলিন্ডার ভর্তি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে : আহত ১ - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাWednesday , 17 June 2020
আজকের সর্বশেষ সবখবর

আজমিরীগঞ্জে সিলিন্ডার ভর্তি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে : আহত ১

Link Copied!

 আজমিরীগঞ্জ প্রতিনিধি : আজমিরীগঞ্জ  কাকাইলছেওগামী এলপি গ্যাসের সিলিন্ডার ভর্তি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পরে গেছে। এতে চালকের সহকারী আহত হয় বলে জানা যায়।

১৭ জুন বুধবার  সকাল ১০ঃ৩০ ঘটিকার সময় ৫০০ পিস নাভানা এলপি গ্যাস নিয়া কাকালছেও যাওয়ার পথে আজমিরীগঞ্জের শিবপাশা নোয়াহাটির দক্ষিণ পাশে পুলিশ ফাঁড়ির পশ্চিমে একটি লরি গাড়ী দুর্ঘটনার শিকার হয়  । গাড়িও সব সিলিন্ডার খাদে পড়ে যায়।
গাড়ির সামনের গ্লাসটি ভেঙে যায়। এবং গাড়ীতে থাকা হেল্পার সামান্য আহত হয়।
দুর্ঘটনারস্থলে একটি ব্রীজের  নির্মাণ কাছ চলছে।
ব্রীজটি নির্মাণের আগে সাময়িক যান চলাচলের জন্য মেইন রোডের পাশ দিয়ে বালু মাটি দিয়ে অস্থায়ী  রাস্তা তৈরী করা হয়।


এখন বর্ষাকাল তাই বৃষ্টির কারণে বালুমাটি ধ্বসে পড়ে গিয়ে রাস্তাটি ভয়ংকর রূপ ধারণ করেছে।
স্হানীয় কয়েকজন দৈনিক আমার হবিগঞ্জকে জানান, কিছু দিন পরপর এখানে বিভিন্ন যান দুর্ঘটনার শিকার হয়। এর  আগে একটি টমটমও এখানে পড়ে কয়ে যাত্রী আহত হয়।

এবং ছোট বড় সব রকমের গাড়ী চলাচলের চরম অসুবিধায় ভুগছে।
দুর্ঘটনার খবর পেয়ে শিবপাশার পুলিশ ফাঁড়ি থেকে ইনচার্জ মোঃ আশরাফ ও এস আই আলমসহ একদল পুলিশ উপস্থিত হয়ে ব্রীজে কাজ করা শ্রমিকদের কড়া নির্দেশ প্রদান করেন। যেন এই রাস্তায় ইট সলিং না করে ব্রীজের কাজ সম্পুর্ণ না করা হয়।
তিনি বলেন কয়েকবার ওয়ার্নিং দেওয়ার পরও এই রাস্তাটি মজবুত হচ্ছে না। তাই এই রাস্তা দিয়ে যাতায়াত ভয়ংকর হয়ে উঠছে।

বৃষ্টি হলেই এই রাস্তা ভয়ংকর ঝুকিপূর্ণ হয়ে উঠে।
তাই বিকল্প রাস্তা মজবুত করতে ও অতিদ্রুত ব্রীজের কাজ সম্পুর্ন করতে সাধারণ  পথচারী ও পরিবহণ শ্রমিকদের  জোর দাবি।