দিলোয়ার হোসেন : গত কয়েকদিন আগে আজমিরীগঞ্জ উপজেলা প্রশাসন দুপুর ২টা পর্যন্ত সামাজিক দুরত্বসহ কয়েকটি শর্ত দিয়ে বাজারের দোকান খুলা রাখার অনুমতি প্রদান করে।
কিন্তু গতকাল ও আজ (বৃহস্পতিবার) থেকে আজমিরীগঞ্জ বাজারে সরজমিনে ঘুরে এর উল্টা চিত্র দেখতে পাওয়া যায়। যেখানে নিত্য প্রয়োজনীয় দোকান যেমন চাল,ডাল তেল ইত্যাদির দোকানে ভিড় থাকার কথা তার জায়গায় দেখা যাচ্ছে ফুটবল,জার্সি,কাপড় হাড়িপাতিলের দোকানে তুলনামূলক জনসমাগম বেশি।

ছবি : আজমিরীগঞ্জের একটি দোকানে সামাজিক দুরত্ব না মেনেই চলছে কেনাকাটা
আজমিরীগঞ্জ থানার একটি টহল টিম থাকলে উক্ত জনাসমাগম ঠেকাতে হিমশিম খাচ্ছে। দুপুরের দিকে আজমিরীগঞ্জ পৌর প্রশাসক গোলাম ফারুক নিজেও বাজার পরিদর্শন করে হ্যান্ড মাইকে সচেতনতামূলক কথা বলেন। সচেতন নাগরিকরা বলছেন চুরে না শুনে ধর্মের কাহিনী । আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও পৌর প্রশাসক চলে যাওয়ার পরপরই বাজারে জনসমাগম ঘটছে প্রতিনিয়ত ।