ঢাকাThursday , 26 March 2020
আজকের সর্বশেষ সবখবর

আজমিরীগঞ্জে সামাজিক দুরত্ব বজায় রাখতে নিরাপত্তা অংকন

Link Copied!

আজমিরীগঞ্জ প্রতিনিধি :  করোনা ভাইরাসের সংক্রমন প্রতিরোধে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে আজমিরীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতির নেতৃত্বে নিরাপত্তার চিহ্ন অংকন করা হয়েছে। বৃহস্পতিবার(২৬মার্চ) দুপুরে আজমিরীগঞ্জ বাজারে বিভিন্ন ফার্মেসি,মোদির দোকান ও কাঁচা বাজারে দোকানের সামনে ৩ ফুট দূরত্বের নিরাপত্তা চিহ্ন অংকন করা হয়।এসময় উপস্থিত ছিলেন, দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকার আজমিরীগঞ্জ প্রতিনিধি দিলোয়ার হোসেন,উপজেলা ছাত্রলীগ কর্মী রাইসুল ইসলাম নাইম,ছাত্রলীগ কর্মী রুয়েল খান,আরিফুল ইসলাম মিঠু প্রমুখ।

এ বিষয়ে আজমিরীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি মিলোয়ার হোসেন দৈনিক আমার হবিগঞ্জ কে, বলেন বর্তমানে আজমিরীগঞ্জে সামাজিক দুরত্ব নিশ্চিতকরনে আমরা এই সংকটে সরকারের পাশাপাশি কাজ করে যাব।এ কাজ অব্যাহত থাকবে।